ICC'র সঙ্গে পাঙ্গা নেওয়া ভারি পড়ল পাকিস্তানের উপর, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ বন্ধ !! 1

এশিয়া কাপে ফের বিপাকে পাকিস্তান। সুপার ফোরে রবিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় সমস্যায় জড়াল পাকিস্তান ক্রিকেট দল। ভারত বনাম পাকিস্তানের গ্রুপ পার্যায়ের ম্যাচ নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। ভারত পাকিস্তানকে হারানোর সাথেসাথেই মাঠ ছেড়েছিল করমর্দন না করেই। এমনকি ভারত ম্যাচ শেষেই তাদের ড্রেসিংরুম বন্ধ করে দিয়েছিল। ভারতের এই ব্যাবহার অবশ্য ভালোচোখে নেয়নি পাকিস্তান। এমনকি তারা ম্যাচ রেফারি পাইক্রফ্টের নামেও অভিযোগ এনেছিল আইসিসির সামনে। তাছাড়া, ম্যাচ রেফারি পাইক্রফ্টকে পাকিস্তানের এশিয়া কাপের যাবতীয় ম্যাচ থেকে নিষ্কাশনের দাবি তুলেছিল। তবে আইসিসি পাকিস্তানের দাবি সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছিল।

ফের সমস্যায় জোরালো পাকিস্তান দল

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

এরপর, পাকিস্তান ও UAE’ এর মধ্যকার ম্যাচ নিয়েও বেশ জলঘোলা হয়েছিল। পাকিস্তান সেই ম্যাচ খেলতে অস্বীকার জানিয়েছিল। তবে, শেষমেশ পাকিস্তান তাদের দলকে মাঠে পাঠিয়েছিল এবং ম্যাচটি সম্পন্ন হয়েছিল। পাকিস্তান দল ম্যাচটি জয়লাভ করে এবং সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। তবে, সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন এক কাজ করে ফেলেছে যেটি দণ্ডনীয় অপরাধ এবং আইসিসি-র চোখে গুরুতর নিয়মভঙ্গ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

Read More: নিয়ম ভাঙায় ICC’এর কড়া পদক্ষেপ, এশিয়া কাপ থেকে নিষিদ্ধ হতে চলেছে পাকিস্তান !!

ঘটনার সূত্রপাত ভারত–পাকিস্তান ম্যাচের পর করমর্দন বিতর্ক থেকে। সেই ইস্যুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিল পাকিস্তান। তবে আইসিসি সেই দাবি মানেনি, যার পর পাকিস্তান দলের হেড কোচ মাইক হেসন, অধিনায়ক সালমান আঘা ভারত ও ওমানের বিরুদ্ধে ম্যাচের আগে রেফারি পাইক্রফ্টের সঙ্গে বৈঠকে বসেন। আর তার পরেই শুরু হয় সমস্যা। এই বৈঠকে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার নইম গিলানিকেও নিয়ে যাওয়া হয়েছিল। এধরণের কোনো বৈঠক হলে খেলোয়াড় বা কোচ ব্যাতিত বাঁকি কেউ তার অংশ হতে পারেনা। তবে, মিডিয়া ম্যানেজার নইম সেখানে ভিডিয়ো রেকর্ড করার চেষ্টা করেন। আইসিসি-র দুর্নীতিদমন শাখার প্রধান তাঁকে বাধা দেন।

ভেস্তে যাবে ভারত-পাক ম্যাচ

ICC'র সঙ্গে পাঙ্গা নেওয়া ভারি পড়ল পাকিস্তানের উপর, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ বন্ধ !! 2
IND vs PAK | Image: Getty Images

সূত্রের দাবি, এই বৈঠক চলাকালীন পাকিস্তান নাকি হুমকি দেয়, নইমকে ঢুকতে না দিলে তারা সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবেই না। শেষ পর্যন্ত প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার স্বার্থেই তাঁকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে, সেই বৈঠকে ঢুকে ভিডিয়ো রেকর্ড করে ফেলেন নইম গিলানি। ঘটনাটি গুরুতর অপরাধ হিসেবে ধরা হচ্ছে এবং ইতিমধ্যেই সংস্থার সিইও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছেন। আইসিসি বড় কোনো ব্যবস্থা নিতে পারে এবং পাকিস্তানকে এই টুর্নামেন্টের থেকে ব্যান করতে পারে যে কারণে রবিবার অনুষ্ঠিত হওয়া ভারত পাকিস্তান ম্যাচে ব্যাঘাত ঘটতে পারে।

Read Also: Asia Cup 2025 IND vs OMN: বিশ্রামে বুমরাহ, ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে একাদশে জায়গা পাচ্ছেন গম্ভীরের প্রিয় ছাত্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *