experts-want-arshdeep-vs-pakistan

Asia Cup 2025: সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করেছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ টিম ইন্ডিয়া। দুবাইয়ের মাঠে গত বুধবার ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে তারা। ১৪ তারিখ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ পাকিস্তান (IND vs PAK)। ২০২২-এর এশিয়া কাপের পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অপরাজিত রয়েছে ‘মেন ইন ব্লু।’ ২০২৩-এর এশিয়া কাপ, ওয়ান ডে বিশ্বকাপ বা ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের মত টুর্নামেন্টে সহজেই জিতেছে ভারতীয় দল। রবিবারও সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য তাদের। প্রথম ম্যাচে যে একাদশ মাঠে নামিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর, পাকিস্তানের বিরুদ্ধেও কি অপরিবর্তিত থাকবে তা? নাকি দেখা যাবে কোনো রদবদল? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলের অন্দরে। চর্চায় মেতেছেন বিশেষজ্ঞরা।

Read More: BAN vs HK ASIA CUP 2025: এশিয়া কাপে বাংলাদেশের দাপট, হংকংয়ের বিরুদ্ধে লড়াই জিতল লিটন বাহিনী !!

আর্শদীপকে চাইছেন মুরলী কার্তিক-

Suryakumar Yadav and Arshdeep Singh | Image: Getty Images
Suryakumar Yadav and Arshdeep Singh | Image: Getty Images

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারতীয় একাদশে ফ্রন্টলাইন পেসার হিসেবে একমাত্র জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দ্বিতীয় ও তৃতীয় ফাস্ট বোলিং বিকল্প হিসেবে দেখা গিয়েছিলো দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শিবম দুবেকে (Shivam Dube)। পাকিস্তানের বিরুদ্ধে সেই স্ট্র্যাটেজি থেকে সরে আসুক ‘মেন ইন ব্লু,’ পরামর্শ মুরলী কার্তিকের। বুমরাহ’র সাথে জুড়ে দেওয়া হোক আর্শদীপ সিং-কে (Arshdeep Singh), চাইছেন তিনি। আমিরশাহী ম্যাচের পর প্রাক্তন বাম হাতি অফস্পিনার সংবাদসংস্থা ক্রিকবাজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “এই দলটাকে নিয়ে একটাই কথা ভাবছি-ওরা কি করে আর্শদীপ সিং-কে জায়গা করে দেবে? ও এত ভালো একজন বোলার যে ওর দলের বাইরে থাকা মোটেই উচিৎ নয়। যথেষ্ট সময় বাইরে কাটিয়ে ফেলেছে ও। ও টি-২০তে সর্বোচ্চ উইকেটশিকারীদের একজন। তাই আজ ভেবেছিলাম খেলবে। কিন্তু সেটা হলো না।”

এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচে মাত্র ৪ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন শিবম দুবে। কুলদীপ যাদবের পাশাপাশি ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মুম্বইয়ের অলরাউন্ডারও। কিন্তু দলের ভারসাম্যের দিকে তাকিয়ে পাকিস্তান ম্যাচে তাঁকে বাদ দেওয়ারই পক্ষপাতী মুরলী কার্তিক (Murali Karthik)। তিনি জানিয়েছেন, “আমি শিবম দুবেকে বাইরে রাখব। কারণ অক্ষর প্যাটেল আপনাকে দুটোই দেয় (ব্যাটিং ও বোলিং)। ওকে ফ্লোটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ও বড় শট খেলতে পারে আবার সিম বোলিং-এর বিরুদ্ধেও কার্যকরী হতে পারে। শুধুমাত্র স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং-এর জন্য যদি শিবম দুবেকে রাখা হয়েছে থাকে তাহলে আমার মতে সেটা সুযোগ নষ্ট করা। বরং আমি যদি একজন ব্যাটার কম খেলিয়েও আর্শদীপকে সুযোগ দিতে পারি তাহলে দলের দায়িত্ববোধ বাড়বে। পাশাপাশি একটা ভালো মানের, সর্বগুণসম্পন্ন বোলিং আক্রমণও পাওয়া যাবে।”

কার্তিকের সাথে সহমত হর্ষ ভোগলে-

Shivam Dube and Hardik Pandya | Asia Cup | Image: Getty Images
Shivam Dube and Hardik Pandya | Asia Cup | Image: Getty Images

রবিবারের ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচে শিবম দুবের বদলে আর্শদীপ সিং-কে (Arshdeep Singh) দেখতে চান হর্ষ ভোগলেও। মুরলীর মন্তব্যের রেশ ধরেই হর্ষ জানান, “আমার মতে যে কোনো দিন যে কোনো দলে অক্ষর প্যাটেলের সুযোগ পাওয়া উচিৎ। আর যদি স্পিন নির্ভর পরিকল্পনা সাজানো হয় সেক্ষেত্রে ওর বোলিং-ও দলের প্রয়োজন। তাই যদি আর্শদীপ সিং-কে খেলাতে হয় তাহলে একমাত্র বাদ মত যিনি রয়েছেন তিনি শিবম দুবে। অথবা সঞ্জু স্যামসনকে তিন নম্বরে খেলিয়ে বাদ দেওয়া যেতে পারে তিলক বর্মা’কে।” হর্ষের মতে সাত জন ব্যাটিং বিকল্প নিয়ে মাঠে নামুক টিম ইন্ডিয়া। কিন্তু কোচ গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যে আট ব্যাটিং বিকল্পের পক্ষপাতী তা মেনে নিয়েছেন তিনি। “আমার আশঙ্কা যে আর্শদীপ হয়ত আড়ালেই থেকে যাবে,” মন্তব্য অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষকের।

Also Read: Asia Cup 2025 PAK vs OMN Preview: সহজ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান, লড়াইয়ের জন্য প্রস্তুত ওমান’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *