Asia Cup 2025: সোমবার এশিয়া কাপে (Asia Cup) মুখোমুখি ‘গ্রুপ-এ’র দুই ‘আন্ডারডগ’ সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। ইতিমধ্যেই যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে একটি করে ম্যাচ হেরে পয়েন্ট তালিকার নীচের দিকে রয়েছে দুই শিবির। আবু ধাবির বাইশ গজে তাদের সামনে সুযোগ থাকছে খাতা খোলার। আমিরশাহীর জার্সিতে গত ম্যাচে শুরুটা ভালো করেছিলেন আলিশান শরাফু (Alishan Sharafu)। জসপ্রীত বুমরাহ’র এক ঘাতক ইয়র্কার বাইশ গজে দৌড় থামিয়ে দিয়েছিলো তাঁর। ওমানের বিরুদ্ধে তাঁর দিকে নজর থাকবে ক্রিকেটদুনিয়ার। এছাড়া ফোকাসে থাকবেন মহম্মদ ওয়াসিম (Muhammad Wasim), সিমরণজিৎ সিং-রা। পক্ষান্তরে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে নজর কেড়েছেন হাম্মাদ মির্জা। সোমবার ওমানের জার্সিতে বড় ভূমিকা নিতে পারেন তিনি। এছাড়া আমির কালিম,ফয়জল আহমেদদের বোলিং-ও গড়ে দিতে পারে তফাৎ।
Read More: Asia Cup 2025: খড়কুটোর মত উড়ে গেলো পাকিস্তান, ৭ উইকেটে জিতে সুপার ফোরে টিম ইন্ডিয়া !!
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-
সংযুক্ত আরব আমিরশাহী (UAE) বনাম ওমান (OMN)
ম্যাচ নং- ০৭
তারিখ- ১৫/০৯/২০২৫
ভেন্যু- শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি
সময়- বিকেল ৫ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Sheikh Zayed Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

আবু ধাবি’র শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার মুখোমুখি মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান (UAE vs OMN)। এই মাঠে সাধারণত চোখে পড়ে মন্থর বাইশ গজ। ম্যাচ যত গড়ায় ততই পেসারদের বদলে কার্যকরী ভূমিকা নিয়ে থাকেন স্পিনাররা। সোমবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। পরিসংখ্যান বলছে যে এখানে আজ অবধি সব ধরণের টুর্নামেন্ট মিলে আয়োজিত হয়েছে ৯৩টি টি-২০ ম্যাচ। তার মধ্যে প্রথম ব্যাট করতে নামা দল জয়লাভ করেছে ৪২টি ম্যাচে। আর রান তাড়া করতে নামা দল শেষ হাসি হেসেছে ৫১টি ম্যাচে। এখানে কোনো ম্যাচ এখনও পর্যন্ত অমীমাংসিত থাকে নি। আবু ধাবিতে প্রথম ইনিংসের গড় স্কোর ১৩৭। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১২৩। টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং করতে পারেন।
Abu Dhabi Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

মধ্যপ্রাচ্যের চূড়ান্ত গরমে চলছে এশিয়া কাপের (Asia Cup 2025) খেলা। সোমবার বিকেলে ম্যাচ হওয়ায় দাবদাহ আরও বেশী অনুভব করবেন ক্রিকেটাররা, মনে করছে বিশেষজ্ঞমহল। হাওয়া অফিস সূত্রে খবর যে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫০ শতাংশ থাকার পূর্বাভাস রয়েছে। যা অস্বস্তি বাড়াবে খেলোয়াড়দের। ম্যাচ চলাকালীন ২১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
UAE vs OMN, হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০৮
- আমিরশাহীর জয়- ০৪
- ওমানের জয়- ০৪
- অমীমাংসিত- ০০
- শেষ সাক্ষাতে ফলাফল- আমিরশাহী ২৪ রানের ব্যবধানে জয়ী
দুই দলের সম্ভাব্য একাদশ-
সংযুক্ত আরব আমিরশাহী (UAE)-
মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, মহম্মদ জোহায়েব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), আসিফ খান, হর্ষিত কৌশিক, হায়দার আলি, ধ্রুব পরাশর, মহম্মদ রোহিদ খান, জুনেইদ সিদ্দিকি, সিমরণজিৎ সিং।
ওমান (OMN)-
যতীন্দর সিং (অধিনায়ক), আমির কালিম, হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্ল (উইকেটরক্ষক), শাহ ফয়জল, হাসনাইন শাহ, মহম্মদ নাদিম, জিকরিয়া ইসলাম, সুফিয়ান মেহমুদ, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব।