Asia Cup 2025: পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ রানের ব্যবধানে হেরেছিলো ওমান। আজ সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষেও সাফল্যের মন্ত্র খুঁজে পেলো না তারা (UAE vs OMN)। আরও একবার জুটলো পরাজয়ই। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন যতীন্দর সিং। কিন্তু আমিরশাহী ব্যাটারদের দ্রুত সাজঘরে ফেরাতে পারেন নি ওমানি বোলাররা। দুই ওপেনার আলিশান শরাফু (Alishan Sharafu) ও মহম্মদ ওয়াসিমের অর্ধশতকে ভর করে বড় স্কোরের দিকে এগোয় তারা। কার্যকরী ক্যামিও মহম্মদ জোহায়েব ও হর্ষিত কৌশিকেরও। নির্ধারিত ২০ ওভারে স্বাগতিক দেশ তোলে ৫ উইকেটের বিনিময়ে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসেছিলো ওমান। লোয়ার অর্ডারে আরিয়ান বিস্ত, বিনায়ক শুক্ল, শাকিল আহমেদরা খানিক রুখে দাঁড়ান। তবে যথেষ্ট হয় নি তা। ১৩০-এ থামে ইনিংস। ৪৩ রানে বাজিমাত আমিরশাহীর।
Read More: Asia Cup 2025: “আরও উন্নতি করতে চাই…” ফের ম্যাচের সেরা কুলদীপ, লক্ষ্যে অবিচল পাক বধের নায়ক !!
দুই পয়েন্ট পেলো আমিরশাহী-

বল হাতে শুরুটা দুর্দান্ত করেছিলেন জুনেইদ সিদ্দিকি (Junaid Siddiqui)। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতেই তিনি সাজঘরে ফেরান আমির কালিম’কে। ২ বলে ২ করে হর্ষিত কৌশিকের হাতে ধরা পড়েন তিনি। তৃতীয় ওভারে আসে দ্বিতীয় সাফল্য। মারমুখী মেজাজে দেখা গিয়েছিলো ওমান অধিনায়ক যতীন্দর সিং-কে (Jatinder Singh)। তাঁর স্টাম্প’ও ছিটকে দেন জুনেইদ। ১০ বলে ২০ করে আউট হন ভারতীয় বংশোদ্ভূত তারকা। চতুর্থ ওভারের শুরুতেই ফেরেন ওয়াসিম আলি। আমিরশাহীর বাম হাতি স্পিনার হায়দার আলি’র (Haider Ali) বল খুঁজে নেয় তাঁর প্যাড। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ওমান ব্যাটিং-এর একমাত্র উজ্জ্বল মুখ ছিলেন হাম্মাদ মির্জা। আজও নজর ছিলো তাঁর দিকে। কিন্তু হতাশই করেছেন তিনি। ৭ বলে ৫ রান করে মহম্মদ রোহিদ খানের শিকার হন ২৭ বর্ষীয় তারকা। রান পান নি শাহ ফয়জল’ও। হায়দারের দ্বিতীয় শিকার হন তিনি।
প্রথম পাঁচ ব্যাটার সাফল্য না পেলেও খানিক প্রতিরোধ গড়ে তোলে ওমানের লোয়ার মিডল অর্ডার। আরিয়ান বিস্ত (Aryan Bisht) ক্রিজ আঁকড়ে রেখে ৩২ বলে ২৪ করেন। উইকেটরক্ষক-ব্যাটার বিনায়ক শুক্ল ১৭ বলে করেন ২০। জিতেন রামানন্দী’র ব্যাট থেকে আসে ৯ বলে ১৩। খাতা খুলতে পারেন নি হাসনাইন শাহ। দশ নম্বরে নামা শাকিল আহমেদ ১টি চার ও ১টি ছক্কা হাঁকান শেষবেলায়। তিনি অপরাজিত রইলেন ১০ বলে ১৪ করে। সময় শ্রীবাস্তব ৬ করে রান-আউট হতেই দাঁড়ি পড়ে ওমানের ইনিংসে। নিশ্চিত হয় তাদের পরাজয়। ভারতের বিরুদ্ধে দাগ কাটতে পারে নি আমিরশাহীর (UAE) বোলিং। কিন্তু আজ আবু ধাবিতে দেখা গেলো অন্য ছবি। ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিলেন জুনেইদ সিদ্দিকি। ২টি করে সাফল্য হায়দার আলি ও মহম্মদ জাওয়াদউল্লাহ’র। ১টি উইকেট পেয়েছেন মহম্মদ রোহিত খান।
চাপে পড়লো পাকিস্তান-

ভারতের বিরুদ্ধে ৯ উইকেটের ব্যবধানে হার খাদের কিনারে ঠেলে দিয়েছিলো সংযুক্ত আরব আমিরশাহীকে (UAE)। আজ ওমানের বিরুদ্ধে দাপুটে জয় নতুন করে অক্সিজেন যোগালো তাদের। আপাতত ২ ম্যাচ শেষে মহম্মদ ওয়াসিমদের ঝুলিতে ২ পয়েন্ট। নেট রান রেট গত ম্যাচের পর ছিলো -১০.৮৩। আজ তা অনেকখানি শুধরে নিয়েছে আমিরশাহী। আপাতত নেট রান রেট -২.০৩০। পয়েন্ট তালিকায় এখনও তিন নম্বরেই রয়েছে তারা। কিন্তু তা সত্ত্বেও রয়েই যাচ্ছে পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা। ১৭ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের অন্তিম ম্যাচটি রয়েছে আমিরশাহীর। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে দুই বার মুখোমুখি হয়েছে দুই শিবির। দু’বারই পাকিস্তান জিতলেও যথেষ্ট লড়াই উপহার দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ। ভারতের কাছে হেরে ব্যাকফুটে থাকা শাহীন, নওয়াজদের বিপক্ষে ‘অঘটন’ ঘটাতে পারলেই এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর নিশ্চিত হতে পারে তাদের।