Asia Cup 2025: এশিয়া কাপের প্রথম সাতটি ম্যাচে চোখে পড়ে নি জমজমাট প্রতিদ্বন্দ্বীতা। বরং বেশ একপেশে ক্রিকেটই দেখে এসেছেন দর্শকেরা। সেই অভাব যেন আজ পূরণ করলো শ্রীলঙ্কা বনাম হং কং দ্বৈরথ (SL vs HKG)। ‘দুর্বল’ প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই জিতবেন লঙ্কান’রা, ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু বাস্তবে দেখা গিলো উলটো ছবি। ছয়বারের এশিয়া কাপ (Asia Cup) চ্যাম্পিয়নদের দুবাইয়ের বাইশ গজে একটা সময় রীতিমত চাপে ফেলে দিয়েছিলো হং কং। শেষমেশ অবশ্য জয় হলো অভিজ্ঞতারই। প্রতিপক্ষের ছুঁড়ে দেওয়া ১৫০ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা’রা। বাংলাদেশের বিরুদ্ধে আগের ম্যাচে জিতে এমনিতেই গ্রুপ-বি’তে সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছিলো শ্রীলঙ্কা। হং কং-কে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর কার্যত নিশ্চিত করে ফেললো তারা।
Read More: দাবি না মানায় বয়কটের ঘোষণা PCB’এর, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করলো পাকিস্তান !!
দুর্দান্ত লড়াই হংকং-এর-

অংশুমান রথের ৪৮ ও নিজাকাত খানের ৫২ রানের দু’টি দুর্দান্ত ইনিংসের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ অবধি পৌঁছেছিলো হং কং (SL vs HKG)। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার-প্লে’তে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। চতুর্থ ওভারের শেষ ডেলিভারিতে সাজঘরে ফেরেন উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস (Kusal Mendis)। ১১ রানের মাথায় তাঁকে ফেরান আয়ুষ শুক্ল। দ্বিতীয় উইকেটের জন্য হং কং-কে অপেক্ষা করতে হয় দশম ওভার অবধি। আইজাজ খানের বলে হংকং অধিনায়ক বাবর হায়াতের হাতে ধরা পড়েন তিন নম্বরে নামা কামিল মিশারা। ১৮ বলে ১৯ করেন তিনি। এরপর কুশল পেরেরার সাথে জুটি বেঁধে লঙ্কানদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। কিন্তু জুটি ভাঙে ১৬তম ওভারে। ৪৪ বলে ৬৮ করে রান-আউট হন তিনি।
নিশাঙ্কা আউট হওয়ার পরেই ছোটোখাটো ধস নেমেছিলো শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে। ইয়াসিম মুর্তাজা’র বল খুঁজে নেয় কুশল পেরেরার প্যাড। অভিজ্ঞ মিডল অর্ডার তারকা ১৬ বলে সাজঘরে ফেরেন ২০ করে। এরপর অল্প সময়ের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ফেলেন লঙ্কানরা। অধিনায়ক চরিথ আশালঙ্কা মাত্র ২ করে এহসান খানের শিকার হন। রান পান নি শ্রীলঙ্কান ক্রিকেটের তরুণ তারকা কামিন্দু মেন্ডিস’ও (Kamindu Mendis)। আজ সাত নম্বরে তাঁকে নামিয়েছিলেন কোচ সনৎ জয়সূর্য। ৫ বলে ৫ করে উইকেট ছুঁড়ে আসেন তিনি। কুশল পেরারার মতই কামিন্দুকেও আউট করেন ইয়াসিম মুর্তাজা। একটা সময় ২ উইকেটের বিনিময়ে দ্বীপরাষ্ট্রের স্কোরবোর্ডে ছিলো ১১৯ রান। আচমকাই ১২৭/৬ হয়ে যাওয়ার পর ‘অঘটন’-এর আশঙ্কা করতে শুরু করেছিলেন অনেকে।
হাসারাঙ্গার ক্যামিওতে জিতলো শ্রীলঙ্কা-

শ্রীলঙ্কাকে বাগে পেয়েও শেষমেশ অবশ্য ঐতিহাসিক জয় ছিনিয়ে নিতে পারলো না হংকং (SL vs HKG)। দুই দলের অভিজ্ঞতার তারতম্যই তফাৎ গড়ে দিলো দুবাইয়ের বাইশ গজে। রক্ষণ নয় বরং প্রত্যাঘাতে আস্থা রেখেই দলকে বৈতরণী পার করান লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। আজ বল হাতে একটির বেশী উইকেট পান নি তিনি। কিন্তু অবদান রাখলেন ব্যাট হাতে। ২টি বাউন্ডারি ও ১টি ছক্কায় সাজানো তাঁর ৯ বলে ২০* রানের ক্যামিওতে ভর দিয়েই দুই পয়েন্ট নিশ্চিত করলো শ্রীলঙ্কা। ৩ বলে ৬ করে অপরাজিত রইলেন প্রাক্তন অধিনায়ক দাসুন শানাকাও। হং কং-এর হয়ে আজ বল হাতে সফলতম তাদের অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন তিনি। ১টি করে সাফল্য আয়ুষ শুক্ল, এহসান খান ও আইজাজ খানের।