Asia Cup 2025: জমে উঠেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। এখনও পর্যন্ত টুর্নামেন্টের অবিসংবাদী সেরা দল টিম ইন্ডিয়া (Team India)। স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে দৌড় শুরু করেছিলেন সূর্যকুমার যাদবেরা (Suryakumar Yadav)। প্রথম ম্যাচের পর নেট রান-রেট দাঁড়িয়েছিলো +১০.৮৩-এ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও অব্যাহত ছিলো ‘মেন ইন ব্লু’র দাপট। চিরপ্রতিন্দ্বদ্বীকে ৭ উইকেটের ব্যবধানে হারায় তারা। আপাতত ২ ম্যাচের পর ভারতের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট। নেট রান-রেট +৪.৭৯৩। ওমানের বিরুদ্ধে আগামী শুক্রবার গ্রুপ পর্বের তিন নম্বর ম্যাচ রয়েছে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya)। কিন্তু তার আগেই নিশ্চিত হয়ে গিয়েছে সুপার ফোর পর্ব। গ্রুপ শীর্ষে থেকেই নক-আউটে যাচ্ছে ভারত।
Read More: হজম হয় নি হার, পাকিস্তানী আম্পায়ারের সাথে তুমুল বাগ্বিতণ্ডায় রশিদ খান !!
সুপার ফোরে ভারত-পাকিস্তান-

রবিবার পাক খেলোয়াড়দের সাথে ম্যাচ শেষে হাত মেলান নি ভারতীয় ক্রিকেটাররা। সূর্যকুমারদের আচরণে ক্ষুব্ধ পিসিবি কাঠগড়ায় তোলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft)। তাঁর অপসারণ চেয়ে দু’টি চিঠি তারা পাঠিয়েছিলো আইসিসি’কে। দু’বারই মেলে নেতিবাচক উত্তর। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ ছিলো গতকাল। বিকালবেলা সংবাদমাধ্যম সূত্রে জানা যায় যে সেই ম্যাচ বয়কট করতে চলেছে তারা। সলমন আলি আঘা’রা সরে দাঁড়ালে ওয়াকওভার পেতে পারত আমিরশাহী (UAE)। ওমানকে হারানোর সুবাদে দুই পয়েন্ট এমনিতেই ছিলো তাদের ঝুলিতে। ওয়াকওভারের দুই পয়েন্ট যুক্ত হলে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে যেতে পারতেন মহম্মদ ওয়াসিম, আলিশান শরাফুরাই।
ঘন্টাখানেক বয়কট নাটক চলার পর শেষমেশ মাঠে নামে পাকিস্তান (PAK)। পাইক্রফটের তত্ত্বাবধানেই আয়োজিত হয় ম্যাচ। দুর্দান্ত বোলিং-এ আশা জাগিয়েছিলো আমিরশাহী। পাক শিবিরকে তারা বেঁধে রাখে ১৪৬ রানের মধ্যেই। কিন্তু ব্যাটিং-এ অনভিজ্ঞতা প্রকাশ হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশের। ধ্রুব পরাশর (Dhruv Parashar) ও রাহুল চোপড়া (Rahul Chopra) খানিক লড়াইয়ের চেষ্টা করলেও ১০৫-এর বেশী এগোতে পারে নি সংযুক্ত আরব আমিরশাহী। ৪১ রানে জিতে ২ পয়েন্ট নিশ্চিত করে পাকিস্তান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট ও +১.৭৯০ নেট রান-রেট নিয়ে তারা পৌঁছে যায় সুপার ফোরেও। আগামী ২১ তারিখ চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) দ্বিতীয় বার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। ২৪ ও ২৬ তারিখ ম্যাচ থাকবে ভারতের, রাউন্ড-রবিন লীগে পাকিস্তানের অন্য দুটি ম্যাচ ২৩ ও ২৫ তারিখ।
Group-A Points Table-
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | NRR |
ভারত (Q) | ০২ | ০২ | ০০ | ০৪ | +৪.৭৯৩ |
পাকিস্তান (Q) | ০৩ | ০২ | ০১ | ০৪ | +১.৭৯০ |
আমিরশাহী | ০৩ | ০১ | ০২ | ০২ | -১.৯৮৪ |
ওমান | ০২ | ০০ | ০২ | ০০ | -৩.৩৭৫ |
*Q- Qualified
ত্রিমুখী লড়াই গ্রুপ বি-তে-

গ্রুপ-এ’র ছবিটা পরিষ্কার হলেও গ্রুপ-বি থেকে কারা পরবর্তী পর্বে যাবে তা এখনও নিশ্চিত নয়। হং কং ইতিমধ্যে ছিটকে গিয়েছে ঠিকই, কিন্তু অঙ্কের হিসেবে সুপার ফোরের দরজা খোলা বাকি তিন দলের জন্য। কোন দুই দলের ভাগ্যে শেষমেশ শিকে ছিঁড়বে তা জানা যাবে আজকের শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (SL vs AFG) ম্যাচের পর। আপাতত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে বাংলাদেশের। তারা দ্বিতীয় স্থানে থাকলেও নেট রান-রেট চিন্তায় রেখেছে লিটন দাসদের (Litton Das)। আজ যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বিদায় নিতে হবে টাইগারদের। আর যদি লঙ্কানদের ৭১ রানে বা ৫৩ বল বাকি থাকতে হারাতে পারেন আফগানরা সেক্ষেত্রে তাদের নেট রান-রেটে যে ধস নামবে তা ছিটকে দেবে ছয়বারের চ্যাম্পিয়নদের। সেক্ষেত্রে পরবর্তী পর্বে যাবে আফগানিস্তান ও বাংলাদেশ।
Group-B Points Table-
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | NRR |
শ্রীলঙ্কা | ০২ | ০২ | ০০ | ০৪ | +১.৫৪৬ |
বাংলাদেশ | ০৩ | ০২ | ০১ | ০৪ | -০.২৭০ |
আফগানিস্তান | ০২ | ০১ | ০১ | ০২ | +২.১৫০ |
হং কং | ০৩ | ০০ | ০৩ | ০০ | -২.১৫১ |