Asia Cup 2025: গত রবিবার ম্যাচ জেতার পর শাহীন শাহ আফ্রিদি, সলমন আলি আঘাদের সাথে হাত না মিলিয়েই মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই নিয়ে তীব্র বিতর্ক চলছে এশীয় ক্রিকেটে। তার আঁচ এসে পড়েছে পাকিস্তান শিবিরেও। অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে না সরানো হলে আর মাঠেই নামবে না পাক দল, আইসিসি’কে রীতিমত হুমকি দিয়ে চিঠি লিখেছিলো পিসিবি। যদিও তাতে বিশেষ কাজ হয় নি। সেই দাবী নাকচ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা। অগত্যা পিছু হটছে হচ্ছে পাক বোর্ডকেও। বড়সড় কিছু না ঘটলে বুধবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবেন সাইম আইয়ুব (Saim Ayub), ফখর জামানরা। জিতলে নিশ্চিত হবে সুপার ফোর পর্ব’ও। পক্ষান্তরে নক-আউটের দরজা খুলে ফেলার সুযোগ থাকছে আমিরশাহীর সামনেও। পাকিস্তানকে হারাতে পারলেন ইতিহাস গড়বে তারা।
Read More: এশিয়া কাপের মধ্যেই মালামাল হলো BCCI, অ্যাপোলোর সাথে হলো কোটি টাকার চুক্তি !!
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-
পাকিস্তান (PAK) বনাম সংযুক্ত আরব আমিরশাহী (UAE)
ম্যাচ নং- ১০
তারিখ- ১৬/০৯/২০২৫
ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Dubai International Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্মুখসমরে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহী (PAK vs UAE)। এখনও পর্যন্ত চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) যে কয়টি ম্যাচ দুবাইতে হয়েছে, প্রত্যেকটিতেই মন্থর বাইশ গজ চোখে পড়েছে। কার্যকরী ভূমিকা নিয়েছেন স্পিনাররা। বুধবারের ম্যাচেও সেই দৃশ্যই চোখে পড়বে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। পরিসংখ্যান বলছে যে দুবাইতে আয়োজিত মোট ১১৪টি টি-২০ ম্যাচের মধ্যে ৫২টিতে প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে। আর রান তাড়া করতে নামা দল জিতেছে ৬১টি ম্যাচ। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৩৯। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে গড় স্কোর ১২২। টসজয়ী অধিনায়ক সম্ভবত প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নেবেন।
Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

মধ্যপ্রাচ্যের চূড়ান্ত গরমের মধ্যেই চলছে এশিয়া কাপের (Asia Cup 2025) খেলা। বুধবারও দুবাইতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রী সেলসিয়াস। ৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু তা পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী (PAK vs UAE) ম্যাচে কোনো রকম বাধা সৃষ্টি করবে না বলেই মত বিশেষজ্ঞমহলের। ম্যাচ চলাকালীন দুবাইয়ের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৫৬ শতাংশ। এছাড়া হাওয়ার গতিবেগ ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
PAK vs UAE হেড টু হেড পরিসংখ্যান-

- মোট ম্যাচ- ০২
- পাকিস্তানের জয়- ০২
- আমিরশাহীর জয়- ০০
- অমীমাংসিত- ০০
- শেষ সাক্ষাতে ফলাফল- পাকিস্তান ৩১ রানের ব্যবধানে জয়ী
দুই দলের সম্ভাব্য একাদশ-

পাকিস্তান (PAK)-
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মহম্মদ হারিস (উইকেটরক্ষক), ফখর জামান, সলমন আলি আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, ফাহিম আশরাফ, মহম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
সংযুক্ত আরব আমিরশাহী (UAE)-
আলিশান শরাফু, মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আসিফ খান, মহম্মদ জোহায়েব, হর্ষিত কৌশিক, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), ধ্রুব পরাশর, হায়দার আলি, মহম্মদ জাওয়াদুল্লাহ, জুনেইদ সিদ্দিকি, মহম্মদ রোহিদ খান।