asia-cup-2025-pakistan-vs-uae-match-report

Asia Cup 2025: বুধবারের পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচ ঘিরে চললো নাটকের পর নাটক। ভারত হাত না মেলানোয় ক্ষুব্ধ পাক শিবির গত পরশুই আইসিসি’র কাছে অভিযোগপত্র জমা করেছিলো। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকেও আঙুল তুলেছিলো তারা। এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে তাঁকে সরিয়ে না দেওয়া হলে টুর্নামেন্টই বয়কট করবেন শাহীন, সলমন’রা, রীতিমত হুমকি দিয়েছিলো পিসিবি। কিন্তু চিঁড়ে ভেজে নি তাতে। মঙ্গলবার বিকেলে ফের আইসিসি’কে ই-মেল করে পাকিস্তানের ক্রিকেট নিয়ামক সংস্থা। তাঁদের ম্যাচে যেন পাইক্রফটকে (Andy Pycroft) না রাখা হয়, আর্জি জানায় তারা। তাতেও সায় দেয় নি আইসিসি। জোড়া ধাক্কার পর আজ বিকেলে হঠাৎই শোনা যায় যে ম্যাচ বয়কট করছে পাকিস্তান। কিছুক্ষণ টানাপোড়েনের পর অবশ্য সিদ্ধান্ত বদলে ফেলে তারা। নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে শুরু হয় খেলা।

Read More: “ওদের লজ্জা-শরম নেই…” UAE’এর বিরুদ্ধে ম্যাচ বয়কট করেও মাঠে নামলো পাকিস্তান, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

ব্যাটিংয়ে পিছিয়ে পড়লো আমিরশাহী-

Fakhar Zaman  | Asia Cup 2025 | Image: Getty Images
Fakhar Zaman | Asia Cup 2025 | Image: Getty Images

ম্যাচ শুরুর আগে যে উত্তেজনা, শোরগোল তৈরি হয়েছিলো, খেলায় তার বিশেষ প্রতিফলন চোখে পড়লো না। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো সংযুক্ত আরব আমিরশাহী। টানা তৃতীয় ম্যাচে শূন্য করে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব (Saim Ayub)। সাহিবজাদা ফারহান, হাসান নওয়াজ, খুশদিল শাহ’রা হতাশ করলেও আজ অর্ধশতক করেন ফখর জামান। লোয়ার অর্ডারে আরও একবার ত্রাতার ভূমিকায় দেখা গেলো শাহীন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi)। ভারতের বিরুদ্ধে ১৬ বলে অপরাজিত ছিলেন ৩৩ রান করে। আজও নয়ে নেমে ১৪ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন তিনি। মহম্মদ হারিস করেন ১৮। টি-২০তে ফের একবার মন্থর ইনিংস খেলে সমর্থকদের রোষের মুখে পাক অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। ২৭ বলে ২০ করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে পাকিস্তান তোলে ১৪৬।

খাতায়-কলমে আমিরশাহী অনেক পিছিয়ে থাকলেও আজ যেভাবে বোলিং করেছিলেন সিমরণজিৎ সিং, ধ্রুব পরাশর (Dhruv Parashar), জুনেইদ সিদ্দিকি’রা, তাতে ‘অঘটন’-এর সম্ভাবনা উড়িয়ে দিতে পারছিলো না বিশেষজ্ঞমহল। কিন্তু ব্যাটিং-এ প্রকাশ হয়ে পড়লো মধ্যপ্রাচ্যের দেশের অনভিজ্ঞতা। শুরুটা মন্দ করেন নি আলিশান শরাফু। একটি চার ও একটি ছক্কা’ও হাঁকান তিনি। কিন্তু ৮ বলে ১২’র বেশী এগোতে পারেন নি তিনি। শাহীন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) বল স্টাম্প ছিটকে দেয় তাঁর। বড় রানের মুখ দেখেন নি অধিনায়ক মহম্মদ ওয়াসিমও। তিনি ১৫ বলে ১৪ করে সাজঘরে ফেরেন। আবরার আহমেদের শিকার হন তিনি। পাওয়ার প্লেতে তৃতীয় উইকেটও খুইয়ে বসেছিলো পাকিস্তান। ব্যাটিং-এ লাগাতার ব্যর্থ হলেও এশিয়া কাপে (Asia Cup 2025) বল হাতে ফর্ম ধরে রাখলেন সাইম আইয়ুব। ৪ রানের মাথায় ফেরান মহম্মদ জোহায়েব’কে।

সুপার ফোরে পাকিস্তান-

PAK vs UAE | Asia Cup 2025 | Image: Getty Images
PAK vs UAE | Asia Cup 2025 | Image: Getty Images

তিন উইকেট হারানোর পর খানিক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলো আমিরশাহী। দুই ভারতীয় বংশোদ্ভূত তারকা রাহুল চোপড়া ও ধ্রুব পরাশর ৪৮ রানের জুটি গড়েন দুবাইয়ের বাইশ গজে। কিন্তু ২৩ বলে ২০ করে ধ্রুব ফিরতেই আরও একবার ভাঙন ধরে ব্যাটিং লাইন-আপে। ৪ বলে ০ করে আউট হন আসিফ খান (Asif Khan)। এরপর বেশীক্ষণ টেকেন নি রাহুল’ও। ৩৫ বল ৩৫ করে ফেরেন তিনি। দশের গণ্ডীও পেরোতে পারেন নি বাকি ব্যাটাররা। হর্ষিত কৌশিক ও জুনেইদ সিদ্দিকি শূন্য করেন। হায়দার আলি, মহম্মদ রোহিদ খানের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৬ ও ২ রান। শূন্য করে অপরাজিত রইলেন জুনেইদ সিদ্দিকি। ওমানের বিরুদ্ধে আমিরশাহীর জয়ের পর আজকের ম্যাচ পরিণত হয়েছিলো ‘ভার্চুয়াল’ কোয়ার্টারফাইনালে। ৪১ রানে জিতে এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বের টিকিট জোগাড় করে নিলো পাকিস্তান।

Also Read:  পাক ক্রিকেটের ‘পুরনো শত্রু’ অ্যান্ডি পাইক্রফট, আগেও জড়িয়েছেন বিতর্কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *