asia-cup-2025-pakistan-vs-oman-preview

Asia Cup 2025: শুক্রবার এশিয়া কাপ অভিযান শুরু করছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সম্প্রতি কুড়ি-বিশের সিরিজে জয় পেয়েছে সলমন আলি আঘার দল। আমিরশাহী ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও এসেছে সাফল্য। মহাদেশীয় মেগা টুর্নামেন্টেও সেই ফর্ম ধরে রাখাই আপাতত লক্ষ্য পাক শিবিরের। খাতায়-কলমে অনেকখানি পিছিয়ে থাকা ওমানের বিরুদ্ধে জিতে রবিবারের এল-ক্লাসিকোর চূড়ান্ত প্রস্তুতিটুকু সেরে নিতে চায় তারা। নজর থাকবে সাইম আইয়ুব (Saim Ayub), ফখর জামান, সাহিবজাদা ফারহানদের উপর। ঘূর্ণি পিচে নিজেদের মেলে ধরতে চাইবেন মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফরাও। এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় হয়ে এশিয়া কাপের (Asia Cup 2025) মূলপর্বে সুযোগ পেয়েছে তারা। যথাসাধ্য লড়াই করাই লক্ষ্য যতীন্দর সিং-এর দলের। টি-২০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র হারিয়েছিলো পাকিস্তানকে। সেই ম্যাচ থেকেই অনুপ্রেরণা খুঁজে নিতে পারে ওমান’ও।

Read More: ধোনি-রোহিত-বিরাটদের থেকেও এগিয়ে অধিনায়ক সূর্যকুমার, পরিসংখ্যানই দিচ্ছে প্রমাণ !!

Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

পাকিস্তান (PAK) বনাম ওমান (OMN)

ম্যাচ নং- ০৪

তারিখ- ১২/০৯/২০২৫

ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Dubai International Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Dubai International Cricket Stadium, Dubai | Image: Twitter
Dubai International Cricket Stadium, Dubai | Image: Twitter

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজ সাধারণত মন্থর, স্পিন সহায়ক হয়ে থাকে। এবারের এশিয়া কাপেও (Asia Cup 2025) বাইশ গজের চরিত্রে বড়সড় কোনো বদল আশা করছেন না বিশেষজ্ঞরা। ম্যাচে বড় ভূমিকা নিতে চলেছে দুই দেশেরই স্পিন বিভাগ। পরিসংখ্যান বলছে যে এখনও অবধি সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে মোট ১১১টি টি-২০ ম্যাচ আয়োজিত হয়েছে দুবাইতে। এর মধ্যে ৫১টি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল জয়লাভ করেছে। রান তাড়া করতে নেমে জয় এসেছে ৫৯টি ম্যাচে। মাত্র একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত অবস্থায়। প্রথম ইনিংসের গড় স্কোর এখানে ১৩৯। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১২২। পাকিস্তান বা ওমান, শুক্রবারের ম্যাচে টস যে পক্ষই জিতুক না কেন, তারা প্রথমে সম্ভবত বোলিং-ই করে নিতে চাইবে।

Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Dubai Weather Forecast | Image: Twitter
Dubai Weather Forecast | Image: Twitter

চূড়ান্ত গরমের মধ্যেই চলছে এশিয়া কাপের (Asia Cup 2025) খেলা। শুক্রবার অর্থাৎ পাকিস্তান বনাম ওমান (PAK vs OMN) ম্যাচের দিন দুবাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। ম্যাচে তার কোনো রকম প্রভাব পড়বে না বলেই অনুমান আবহাওয়াবিদ্‌দের। দুবাইয়ের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪৩ শতাংশ। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। ম্যাচের সময় ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

PAK vs OMN, হেড টু হেড পরিসংখ্যান-

PAK vs OMN | Asia Cup | Image: Getty Images
PAK vs OMN | Image: Getty Images
  • মোট ম্যাচ- ০০
  • পাকিস্তানের জয়- ০০
  • ওমানের জয়- ০০
  • অমীমাংসিত- ০০
  • শেষ সাক্ষাতে ফলাফল- NA

দুই দলের সম্ভাব্য একাদশ-

PAK vs OMN | Image: Getty Images
PAK vs OMN | Image: Getty Images

পাকিস্তান (PAK)-

সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সলমন আলি আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, মহম্মদ হারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

ওমান (OMN)-

যতীন্দর সিং (অধিনায়ক), আমির কলিম, হাম্মাদ মির্জা, মহম্মদ নাদিম, আশিষ ওয়াদেরা, বিনায়ক শুক্ল (উইকেটরক্ষক), আর্য বিস্ত, সুফিয়ান মেহমুদ, সময় শ্রীবাস্তব, শাকিল আহমেদ, হাসনাইন শাহ।

Also Read: Asia Cup 2025: “সবাই মুখিয়ে রয়েছে…” আমিরশাহী’র বিরুদ্ধে ম্যাচ জিতেই পাকিস্তানকে হুঁশিয়ারি সূর্যকুমার যাদবের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *