Asia Cup 2025: গতকাল ১৬৮ রানের মধ্যে ভারতকে বেঁধে রেখেও বাজিমাত করতে পারে নি বাংলাদেশ। বোলারদের চমকপ্রদ পারফর্ম্যান্সে জল ঢেলেছিলো ব্যাটিং ব্যর্থতা। আজ পাকিস্তানের বিরুদ্ধেও দেখা গেলো একই ছবি। টসে জিতে বোলিং নিয়েছিলেন জাকের আলি অনীক (Jaker Ali Anik)। তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের দাপুটে স্পেলের সৌজন্যে ১৩৫-এর বেশী এগোতে পারে নি পাক শিবির। ইনিংসের বিরতিতে বিশেষজ্ঞদের অনেকেই আশা করেছিলেন যে আজ বুঝি ঘুরে দাঁড়াবেন বাংলাদেশ ব্যাটাররা। কিন্তু বিধি বাম। শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), হারিস রউফদের বিরুদ্ধেও বিশেষ সাফল্যের মুখ দেখলেন না সইফ হাসান, পারভেজ হোসেন ইমন’রা। ১২৪ রানেই থামলো ইনিংস। ১১ রানে জিতে পাকিস্তান পা রাখলো ১৭তম এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে।
Read More: Asia Cup 2025 IND vs SL: নিয়মরক্ষার ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বোলিং বিভাগে রদবদল করছে আসালঙ্কার দল !!
বাজিমাত পাকিস্তানের-

এশিয়া কাপে (Asia Cup 2025) ইমনের ব্যর্থতা জারি রইলো আজ’ও। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতেই শাহীন শাহ আফ্রিদির শিকার হন তিনি। খাতাই খুলতে পারেন নি বাংলাদেশ ওপেনার। পাওয়ার প্লে’র মধ্যেই আরও দুই উইকেট খুইয়ে ফেলেছিলো টাইগারবাহিনী। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে শাহীনকে উইকেট উপহার দেন তাওহিদ হৃদয় (৫)। ষষ্ঠ ওভারে সইফ হাসানকে (Saif Hassan) ফেরান হারিস রউফ (Haris Rauf)। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে পরপর দু’টি ম্যাচে অর্ধশতক করেছিলেন তিনি। কিন্তু আজ ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হলেন তিনি। ১৫ বলে ১৮ করে ক্যাচ তুলে দেন সাইম আইয়ুবের (Saim Ayub) হাতে। ব্যাটিং গভীরতা বাড়াতে আজ শেখ মেহদী ও নুরুল হাসান সোহান’কে একাদশে জায়গা দিয়েছিলেন কোচ ফিল সিমন্স। হতাশ করলেন দু’জনেই। মেহদী ১০ বলে ১১ ও সোহান ২১ বলে ১৬ করে ফেরেন সাজঘরে।
ব্যাট হাতে এই এশিয়া কাপ’টা (Asia Cup 2025) কার্যত দুঃস্বপ্নের মত কাটছে সাইম আইয়ুবের (Saim Ayub)। ছয় ম্যাচের মধ্যে চারবার আউট হয়েছেন শূন্য করে। বাকি দুই ম্যাচে সংগ্রহ মাত্র ২৩। কিন্তু বল হাতে প্রতিদিনই তাঁকে দেখা যাচ্ছে কার্যকরী ভূমিকা নিতে। আজও মাত্র ১৬ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন তিনি। নুরুল হাসান সোহানের (Nurul Hasan Sohan) পর টাইগার অধিনায়ক জাকের আলি অনীককেও (Jaker Ali Anik) ফেরান তিনি। ধুঁকতে থাকা বাংলাদেশের আশা বেঁচেছিলো শামিম হোসেন পাটোয়ারির (৩০) ব্যাটে। কার্যত একাই লড়ছিলেন তিনি। কিন্তু ১৭তম ওভারে শাহীনের (Shaheen Shah Afridi) শিকার হয়ে তিনি ফিরতেই স্পষ্ট হয়ে যায় দেওয়াল লিখন। শেষ অবধি চেষ্টা চালিয়েছিলেন রিশাদ হোসেন (Rishad Hossain)। কিন্তু ঘটে নি মিরাক্ল। কাজে আসে নি তাঁর ১১ বলে ১৬ রানের ক্যামিও।
ফাইনালে প্রথমবার ভারত-পাক-

এশিয়া কাপের (Asia Cup 2025) গত ১৬ সংস্করণের মধ্যে ৮টিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। দুই বার ট্রফি জিতেছে পাকিস্তান’ও। কিন্তু এশীয় ক্রিকেটের দুই হেভিওয়েট এর আগে এখনও মুখোমুখি হয় নি খেতাবী দ্বৈরথে। দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার। সুপার ফোর পর্বে পরপর দুই ম্যাচ জিতে গতকালই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন সূর্যকুমার যাদব’রা। আজ বাংলাদেশ’কে হারিয়ে সেই যোগ্যতা অর্জন করলো পাক শিবির’ও। ‘হ্যান্ডশেক’ বিতর্ক, সাহিবজাদা ফারহানের অর্ধশতক সেলিব্রেশন বা হারিস রউফের (Haris Rauf Gesture) অঙ্গভঙ্গির মত ঘটনায় এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) এমনিতেই উত্তপ্ত ভারত-পাক ক্রিকেটীয় রণাঙ্গন। ধিকি ধিকি জ্বলতে থাকা সেই আগুন দাবানলে রূপান্তরিত হতে পারে রবিবার, এখন থেকেই ভবিষ্যদ্বাণী করছেন বিশেষজ্ঞরা।