asia-cup-2025-ban-vs-hkg-toss-report

Asia Cup 2025: এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। আবু ধাবিতে গ্রুপ-বি’র ম্যাচে তাদের প্রতিপক্ষ হং কং। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না লিটন দাস, তাস্কিন আহমেদরা। টাইগার্সদের ভরসা যোগাচ্ছে তাদের বোলিং বিভাগ। তাস্কিন আহমেদ (Taskin Ahmed), তানজিম হাসান সাকিব’রা ভালো ফর্মে রয়েছেন। চলতি বছরে কুড়ি-বিশের ক্রিকেটে ভালো পারফর্ম্যান্স করেছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান’ও। তাঁদের কাঁধে ভর করেই আজ দুই পয়েন্ট ছিনিয়ে নিতে চায় পদ্মাপারের দেশ। ব্যাটিং-এ তাদের ভরসা যোগাতে পারেন অধিনায়ক লিটন (Litton Das) স্বয়ং। বিগ হিটার হিসেবে দেখা যেতে পারে শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলি অনীকদের। অন্যদিকে হং কং ইতিমধ্যেই আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে ছিটকে যাওয়ার মুখে। হারানোর কিছুই নেই তাদের। ‘অঘটন’-এর স্বপ্ন নিয়েই তাই মাঠে নামবে তারা।

Read More: ধোনি-রোহিত-বিরাটদের থেকেও এগিয়ে অধিনায়ক সূর্যকুমার, পরিসংখ্যানই দিচ্ছে প্রমাণ !!

Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

বাংলাদেশ (BAN) বনাম হং কং (HKG)

ম্যাচ নং- ০৩

তারিখ- ১১/০৯/২০২৫

ভেন্যু- শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবু ধাবি

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

Sheikh Zayed Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

Sheikh Zayed Cricket Stadium, Abu Dhabi | Image: Getty Images
Sheikh Zayed Cricket Stadium, Abu Dhabi | Image: Getty Images

আবু ধাবি’র শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের (Asia Cup 2025) তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও হং কং (BAN vs HKG)। আমিরশাহীর অন্যান্য মাঠের মত আবু ধাবিতেও চোখে পড়ে মন্থর, স্পিন সহায়ক পিচ। ইনিংসের শুরুতে রান তোলা অপেক্ষাকৃত সহজ হলেও ম্যাচ যত গড়ায় ততই জাঁকিয়ে বসতে থাকেন স্পিনাররা। এখনও অবধি সবধরণের টুর্নামেন্ট মিলিয়ে এখানে আয়োজিত হয়েছে ৯১টি টি-২০ ম্যাচ। এর মধ্যে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে ৪২টি ম্যাচে। আর রান তাড়া করতে নামা দল জিতেছে ৪৯টি ম্যাচে। আবু ধাবিতে প্রথম ইনিংসের গড় স্কোর ঘোরাফেরা করে ১৩৬-এর আশেপাশে। আর দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে সেই সংখ্যাটা ১২২।

Abu Dhabi Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Abu Dhabi Weather Forecast | Image: Twitter
Abu Dhabi Weather Forecast | Image: Twitter

মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের মধ্যেই চলছে এশিয়া কাপ (Asia Cup 2025)। আবু ধাবিতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রী। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের কাছে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬২ শতাংশ। ক্রিকেটারদের জন্য যা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়া ম্যাচের সময় হাওয়ার গতিবেগ ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে পূর্বাভাস বিশেষজ্ঞদের।

BAN vs HKG, হেড টু হেড পরিসংখ্যান-

BAN vs HKG | Asia Cup | Image: Twitter
BAN vs HKG | Image: Twitter
  • মোট ম্যাচ- ০১
  • বাংলাদেশের জয়- ০০
  • হং কং-এর জয়- ০১
  • অমীমাংসিত- ০০
  • শেষ সাক্ষাতে ফলাফল- হং কং ২ উইকেটের ব্যবধানে জয়ী

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Yasim Murtaza and Litton Das | Image: Twitter
Yasim Murtaza and Litton Das | Image: Twitter

লিটন দাস-

আমরা প্রথমে বোলিং করব। পিচ কেমন আচরণ করবে তা জানি না। তাই প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত। শেষ তিনটে সিরিজে নানান পরিস্থিতিতে ভালো ক্রিকেট খেলেছি আমরা। তিনজন পেসার, দু’জন স্পিনার ও ছয় জন ব্যাটার (রয়েছেন দলে)। আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ১০০ শতাংশ দিতে হবে।

ইয়াসিম মুর্তাজা-

প্রথমে ব্যাটিং করতেই চেয়েছিলাম। যা চেয়েছিলাম তা পেয়েছি। শেষ ম্যাচে ব্যাটিং-এর সময় বেশ কিছু ভুলভ্রান্তি করেছি। যা হয়ে গিয়েছে তা নিয়ে ভাবছি না। আজ একটা নতুন দিন।

দুই দলের প্রথম একাদশ-

BAN vs HKG | Image: Twitter
BAN vs HKG | Image: Twitter

বাংলাদেশ (BAN)-

 তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলি অনীক, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাস্কিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

হং কং (HKG)-

জিশান আলি (উইকেটরক্ষক), অংশুমান রথ, বাবর হায়াত, কলহন চাল্লু, নিজাকাত খান, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তাজা (অধিনায়ক), আইজাজ খান, আয়ুষ শুক্ল, আতিক ইকবাল, এহসান খান।

BAN vs HKG, টস রিপোর্ট-

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিলো বাংলাদেশ।

Also Read: Asia Cup 2025: “সবাই মুখিয়ে রয়েছে…” আমিরশাহী’র বিরুদ্ধে ম্যাচ জিতেই পাকিস্তানকে হুঁশিয়ারি সূর্যকুমার যাদবের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *