Asia Cup 2025: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১৭তম এশিয়া কাপ (Asia Cup 2025)। আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও হং কং (AFG vs HKG)। গত রবিবার মধ্যপ্রাচ্যের মাঠেই পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখ থুবড়ে পড়েছে আফগান শিবির। হারতে হয়েছে ৭৫ রানের ব্যবধানে। সেই বিপর্যয় সামলে মহাদেশীয় মেগা টুর্নামেন্টের শুরুটা জয় দিয়েই করতে চাইবেন রশিদ খান’রা (Rashid Khan)। মন্থর বাইশ গজে কার্যকরী হতে পারে তাঁদের স্পিন বিভাগ। রশিদ রয়েছেন। পাশাপাশি দেখা যেতে পারে মুজিব, নবি, নূর আহমেদদেরও। ব্যাটিং-এর দায়িত্ব থাকবে গুরবাজ, ইব্রাহিম জাদ্রানদের কাঁধে। খাতায়-কলমে খানিক পিছিয়ে থাকলেও পিছু হটতে নারাজ হং কং। এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় হয়ে এশিয়া কাপের মূলপর্বে পা রেখেছে তারা। গ্রুপ-বি’তে জায়ান্ট কিলার হয়ে ওঠাই লক্ষ্য অংশুমান রথ, বাবর হায়াতদের।
Read More: কোনো সৌজন্য নয়, এশিয়া কাপের অনুশীলনে এই কারণে হাত মেলালেন না ভারত-পক ক্রিকেটাররা !!
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-
আফগানিস্তান (AFG) বনাম হং কং (HKG)
ম্যাচ নং- ০১
তারিখ- ০৯/০৯/২০২৫
ভেন্যু- শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবু ধাবি
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Sheikh Zayed Cricket Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

২২ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত শেখ জায়েদ স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম ম্যাচটি। মুখোমুখি আফগানিস্তান ও হং কং (AFG vs HKG)। সাধারণত এই মাঠে মন্থর পিচ দেখা যায়। ইনিংসের শুরুর কয়েকটি ওভালে কার্যকর হতে পারেন পেসাররা। কিন্তু ম্যাচ যত এগোয় ততই বাউন্স এবং গতি কমতে থাকে বাইশ গজের। মাঝের ওভারগুলিতে স্পিনারদের উপরেই আস্থা রাখতে হবে দুই দলের অধিনায়কদের। আজ অবধি সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৯০টি টি-২০ আয়োজিত হয়েছে এই মাঠে। এর মধ্যে ৪১টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। আর ৪৯টিতে জিতেছে রান তাড়া করতে নামা দল। আবু ধাবিতে প্রথম ইনিংসের গড় স্কোর ১৩৬। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১২৩-এ। তা সত্ত্বেও টসজয়ী অধিনায়ক হয়ত এখানে রান তাড়াই করতে চাইবেন।
Abu Dhabi Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

মঙ্গলবার আবু ধাবিতে মুখোমুখি আফগানিস্তান ও হং কং (AFG vs HKG)। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬৩ শতাংশ। যা অস্বস্তি বাড়াতে পারে ক্রিকেটারদের। এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। ম্যাচে তার কোনো প্রভাব পড়বে না বলেই ধারণা বিশেষজ্ঞমহলের। ম্যাচ চলাকালীন মধ্যপ্রাচ্যের শহরে বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা।
AFG vs HKG, হেড টু হেড পরিসংখ্যান-

মোট ম্যাচ- ০৬
আফগানিস্তানের জয়- ০৪
হং কং-এর জয়- ০২
অমীমাংসিত- ০০
শেষ সাক্ষাতে ফলাফল- আফগানিস্তান ৩ উইকেটে জয়ী
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

আফগানিস্তান (AFG)-
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদ্রান, সিদ্দিকুল্লাহ অটল, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, গুলবদিন নাইব, রশিদ খান, নূর আহমেদ, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুখি, নবীন-উল-হক।
হং কং (HKG)-
বাবর হায়াত, অংশুমান রথ (উইকেটরক্ষক), মার্টিন ক্যুৎসিয়ে, জিশান আলি, কলহন চাল্লু, কিঞ্চিৎ শাহ, আনাস খান, ইয়াসিম মুর্তাজা (অধিনায়ক), মহম্মদ ওয়াহিদ, নিজাকত খান, এহসান খান।