Asia Cup 2025: শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে সুপার ফোরের দৌড়ে অনেকখানি পিছিয়ে পড়েছিলো বাংলাদেশ। কিন্তু গতকাল আবু ধাবি’র মাঠে ঘুরে দাঁড়ালো লিটন দাসের (Litton Das) দল। জমজমাট ম্যাচে শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে তারা ছিনিয়ে নিলো দুই পয়েন্ট। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো টাইগাররা। শুরুটা ভালো হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ১৫৪-এর বেশী করতে পারে নি পদ্মাপারের দেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানরা। রহমানুল্লাহ গুরবাজ খানিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন। চেষ্টা করেন আজমাতুল্লাহ ওমরজাই’ও (Azmatullah Omarzai)। কিন্তু নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমানদের বিরুদ্ধে শেষ অবধি নতিস্বীকার করতেই হয় আফগানিস্তানকে। ৮ রানের ব্যবধানে জেতে বাংলাদেশের। গতকালের সাফল্য তাদের পৌঁছে দিলো চার পয়েন্ট। একইসাথে জমিয়ে দিলো গ্রুপ-বি’র লড়াই।
Read More: অকাত বুঝেই পিছু হাটল পাকিস্তান, UAE’এর বিরুদ্ধে নামতেই হবে মাঠে !!
শেষ চারের রাস্তা খোলা এখনও-

এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ-বি’তে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও হং কং। চার দলের মধ্যে হং কং (HKG) ইতিমধ্যেই বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। তিনটি ম্যাচে পরপর হেরেছে তারা। কিন্তু পরবর্তী পর্বে পা রাখার দৌড়ে এখনও টিকে রয়েছে বাকি তিন শিবির। কোন দুটি দল আদায় করে নেবে সুপার ফোরের ছাড়পত্র তা জানা যাবে আগামীকালের শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (SL vs AFG) ম্যাচের পর। যদি রশিদ খানদের (Rashid Khan) হারাতে পারেন চরিথ আশালঙ্কারা, সেক্ষেত্রে সহজ সমীকরণে ছয় পয়েন্ট নিয়ে নক-আউটে পৌঁছে যাবে শ্রীলঙ্কা। নেট রান রেট ঋণাত্মক হওয়া সত্ত্বেও চার পয়েন্ট সঙ্গী করে সুপার ফোর নিশ্চিত করে ফেলবে বাংলাদেশও (BAN)। সেক্ষেত্রে গ্রুপ-বি’র দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে ছিটকে যাবে আফগানিস্তান।
যদি আফগানিস্তান হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে, সেক্ষেত্রে দেখা যেতে পারে নানান পারমুটেশন-কম্বিনেশন। এখনও অবধি এশিয়া কাপের (Asia Cup 2025) ‘বি’ গ্রুপে সর্বোচ্চ নেট রান রেট আফগানদেরই। লঙ্কা বিজয়ের পর তা বাড়বে আরও। ফলে সহজেই পরবর্তী পর্বে যেতে পারে রশিদ খানের (Rashid Khan) দল। তখন দড়ি-টানাটানি চলতে পারে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে। লঙ্কানদের নেট রান-রেট এই মুহূর্তে +১.৫৪৬ আর বাংলাদেশের -০.২৭০। নেট রান রেটের এই বিশাল দূরত্ব মুছতে হলে আফগানিস্তানকে অন্তত ৭১ রানের ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে। অথবা তারা যদি পরে ব্যাটিং করে তাহলে ৫৩ বাকি থাকতেই তাড়া করে ফেলতে হবে আশালঙ্কাদের (Charith Asalanka) ছুঁড়ে দেওয়া লক্ষ্যমাত্রা। অঙ্কের হিসেবে অসম্ভব না হলেও বাস্তবে সেই সম্ভাবনা ক্ষীণ বলেই মত বিশেষজ্ঞদের।
হেরে হতাশ রশিদ খান-

এশিয়া কাপ (Asia Cup 2025) শুরুর আগে নিজেদের মহাদেশের দ্বিতীয় সেরা দল বলেছিলেন রশিদ খান (Rashid Khan)। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে এখনও সেই শ্রেষ্ঠত্ব দেখাতে পারে নি আফগানিস্তান। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে হারের পর স্বভাবতই হতাশ আফগান অধিনায়ক। সাক্ষাৎকারে বলেন, “আমরা শেষ অবধি লড়াইতে ছিলাম। ১৮ বলে ৩০ রান করাই যেত। যে আক্রমণাত্মক ক্রিকেটের জন্য আমরা পরিচিত তা এখনও খেলে উঠতে পারি নি। নিজেদের উপর অহেতুক চাপ বাড়িয়েছি। যেভাবে ১৬০-এর কমে ওদের (বাংলাদেশ’কে) আটকে রাখতে পেরেছিলাম সেটা ‘স্পেশ্যাল’ ছিলো। কিন্তু কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি। টি-২০তে কখনও প্রথম ছয় ওভারেই প্রতিপক্ষ ম্যাচ কেড়ে নিয়ে যায়। কিন্তু তারপরেও ফিরে আসতে হয়।” এই ম্যাচ তাঁদের যথেষ্ট শিক্ষা দিয়েছে বলেও জানিয়েছেন রশিদ।