IPL 2023: মান বাঁচলো 'মিশ্র জী'র ! শেষবেলায় বেস প্রাইসেই আইপিএল দলে সুযোগ পেলেন অভিজ্ঞ অমিত মিশ্র !! 1

IPL 2023: আগামী বছর ষোলো বছরে পা দিতে চলেছে ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। বাইশ গজে বল পড়তে বাকি আছে এখনও কিছুদিন। তবে ক্রিকেটের উত্তেজনা বেশ টের পাচ্ছেন অনুরাগীরা। আজ কেরালার কোচিতে বসেছে মিনি নিলামের আসর। ১৫ নভেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো জানিয়েছিলো কাদের আগামী মরসুমে ধরে রাখতে চায় তারা। একইসাথে জানিয়েছিলো কাদের পাঠাতে চায় বাতিলের খাতায়। শূণ্যস্থান ভরাট করতেই আজ নিলামের আসরে দলগুলো। দশ দলে খালি জায়গা রয়েছে ৮৭ টি। আর নিলামে উঠতে চলেছেন ৪০৫ জন। পছন্দের ক্রিকেটারদের দলে নিতে কোনো কসুর করতে রাজী নন দল মালিকেরা। ইতিমধ্যেই আইপিএলের ইতিহাসের পাঁচ সর্বোচ্চ দরের চারটি দেখা গিয়েছে কোচির ‘মিনি’ নিলামে। তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার দিকেও জোর দিচ্ছে দলগুলি। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল বোলার অমিত মিশ্রকে (Amit Mishra) বেস প্রাইসে কিনে তাক লাগালো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। ৪০ বছরেও ক্রিকেটের মধ্যেই রইলেন ভারতীয় ক্রিকেটের ‘মিশ্র জী।’

আইপিএলের বয়স্কতম ক্রিকেটার হলেন অমিত মিশ্র-

Amit Mishra | image: twitter

প্রাক্তন ভারতীয় স্পিনার অমিত মিশ্রের (Amit Mishra) বয়স ছুঁয়েছে ৪০ বছর। তিনি আগামী মরসুমের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হতে যাচ্ছেন। টুর্নামেন্টের ইতিহাসে সফলতম বোলারদের তালিকায় অবশ্যই থাকবেন তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশী ৩ টি হ্যাট্রিক নেওয়ার রেকর্ড রয়েছে তাঁর দখলে। কেরিয়ারে দিল্লী ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ প্রভৃতি দলের হয়ে আইপিএল খেলেছেন তিনি। রয়েছে ১৬৬ টি উইকেট। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে তাঁর বোলিং গড় ২৩.৯৮, ইকোনমিও ৭.৩২। নিজের সেরা সময়ে যে কোনো দলের সম্পদ হতে পারতেন অমিত (Amit Mishra)। তবে বয়সের কারণে তাঁকে আরও একবার আইপিএলে দেখতে পাওয়া নিয়ে সংশয় ছিলো। কিন্তু বুড়ো হারে ভেলকি দেখানোর আরও একটা সুযোগ পেলেন তিনি।

‘মিশ্র জী’কে দলে নিলো লক্ষ্ণৌ-

Amit Mishra | image: twitter

২০২২ আইপিএলের ‘মেগা’ নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন তিনি। কিন্তু অমিত মিশ্রের (Amit Mishra) ভাগ্যের চাকা ঘুরতে দেখা গেলো আজকের ‘মিনি’ নিলামে। তাঁর বেস প্রাইস ছিলো ৫০ লাখ। সেই ৫০ লাখেই তাঁকে তুলে নিলো সঞ্জীব গোয়েঙ্কার দল। ২০১৯ সালে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন তিনি। তার পর থেকে ক্রমেই ফর্ম হারাতে দেখা গিয়েছিলো এই ডান হাতি লেগস্পিনারকে। ২০২০ তে ৩ টি এবং ২০২১ আইপিএলে মাত্র ৪ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২২ সালের বিরতির পর ২৩-এ আবার ফিরে আসার লড়াই তাঁর কাছে। কে এল রাহুল, ক্যুইন্টন ডি ককদের পাশে পেয়ে ‘মিশ্র জী’র ক্রিকেট কেরিয়ার আরও একবার সাফল্যের সরণীতে ফেরে কিনা সেদিকে চোখ রাখবে ক্রিকেটজনতা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *