শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তার কোচিং ক্যারিয়ারের সূচনা করতে চলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের টি-টোয়েন্টি ও ওডিআই ফরম্যাটের স্কোয়াড প্রকাশ পেয়েছে। আর ভারতীয় দলের স্কোয়াড বাছাই করতে বড় ভূমিকা নিয়েছিলেন গম্ভীর। তার কারণেই এবার ভরা যৌবনে অবসর নিতে হবে কিংবদন্তি স্পিনারকে। গম্ভীর কোচ হওয়ার পর থেকেই একেরপর এক […]
অভিষেক পোড়েল (Abhishek Porel)
অভিষেক পোড়েল (Abhishek Porel)-
বঙ্গ ক্রিকেটের উঠতি প্রতিভা হিসেবে সমাদৃত অভিষেক পোড়েল (Abhishek Porel)। ২০০২ সালে পশ্চিমবঙ্গের হুগলী জেলা’র চন্দননগরে জন্ম হয় অভিষেকের। বাবা চন্দ্রনাথ পোড়েল। অভিষেকের খুড়তুতো ভাই ঈশান পোড়েল’ও প্রতিথযশা ক্রিকেটার। নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন বাংলার। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপও জিতেছেন ভারতের জার্সিতে (Abhishek Porel Family Information)। ছেলেবেলা থেকেই ক্রিকেটের পরিবেশেই বেড়ে উঠেছেন অভিষেকও। বয়সভিত্তিক ক্রিকেটে সাড়া ফেলার পর ২০২২ সালে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ফেব্রুয়ারি মাসে খেলেন রঞ্জি, অক্টোবরে প্রথমবার বাংলার হয়ে টি-২০ খেলেন অভিষেক। লিস্ট-এ ক্রিকেটে পথচলা শুরু হয় ২০২২-এর নভেম্বরে (Abhishek Porel Debut)।
বাংলায় অভিষেক পোড়েলের বায়োগ্রাফি (Abhishek Porel Biography in Bengali)-
সম্পূর্ণ নাম | অভিষেক পোড়েল |
ডাকনাম | — |
জন্মস্থান | চন্দননগর,পশ্চিমবঙ্গ |
জন্মতারিখ | ১৭ অক্টোবর, ২০০২ |
উচ্চতা | ৫ ফিট ৮ ইঞ্চি (১৭৩ সেন্টিমিটার) |
চোখের মণির রং | কালো |
জাতীয় দল | — |
আইপিএল দল | দিল্লী ক্যাপিটালস |
জার্সি নম্বর | ২৪ |
ব্যাটিং-এর ধরণ | বাম হাতি ব্যাটার |
বোলিং-এর ধরণ | — |
ক্রিকেটীয় ভূমিকা | উইকেটরক্ষক-ব্যাটার |
স্ত্রী/ বান্ধবী-র নাম | — |
সন্তানের নাম | — |
রাশিচিহ্ন | তুলা |
শখ | ভ্রমণ, শরীরচর্চা |
পঠনপাঠন | — |
ইন্সটাগ্রাম প্রোফাইল | @abishekporel_ |
ফেসবুক প্রোফাইল | Abishek porel |
ট্যুইটার (X) হ্যান্ডেল | — |
অভিষেক পোড়েলের আন্তর্জাতিক অভিষেক (Abhishek Porel International Debut)-
ফর্ম্যাট | তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
টেস্ট | — | — | — |
ওয়ান ডে | — | — | — |
টি-২০ | — | — | — |
যে দলগুলির হয়ে খেলেছেন অভিষেক পোড়েল (Abhishek Porel Teams)-
বাংলা, দিল্লী ক্যাপিটালস, দুর্গাপুর ড্যাজলার্স।
অভিষেক পোড়েলের কেরিয়ার পরিসংখ্যান (Abhishek Porel Career Stats)-
ফর্ম্যাট | ম্যাচ | মোট রান | সর্বোচ্চ রান | ব্যাটিং গড় | স্ট্রাইক রেট | শতরান | অর্ধশতক | উইকেট |
Test | — | — | — | — | — | — | — | — |
ODI | — | — | — | — | — | — | — | — |
T20i | — | — | — | — | — | — | — | — |
IPL | ১৪ | ২১৭ | ৪২ | ২১.৭০ | ১৪৫.৬৪ | ০০ | ০০ | ০০ |
FC | ২৩ | ১০৭২ | ১১৪ | ৩৩.৫০ | ৬৬.৭০ | ০১ | ০৯ | ০০ |
List-A | ১১ | ২৭৫ | ৫৯ | ৩০.৫৫ | ৭২.১৭ | ০০ | ০২ | ০০ |
T20 | ২৪ | ৪৭৮ | ৭৫* | ২৬.৫৫ | ১৪৫.৭৩ | ০০ | ০২ | ০০ |
অভিষেক পোড়েল রেকর্ড ও কৃতিত্বসমূহ (Abhishek Porel Records in Bengali)-
- অনুর্দ্ধ-১৯ কুচবিহার ট্রফিতে টানা চারটি শতরান করেছিলেন অভিষেক পোড়েল (Abhishek Porel Achievements)
- রঞ্জি অভিষেকেই বরোদার বিরুদ্ধে অপরাজিত অর্ধশতক করে দলকে জয় এনে দিয়েছিলেন।
- রঞ্জি ট্রফিতে নিজের দ্বিতীয় মরসুমে উইকেটরক্ষক হিসেবে ৪০টি শিকার জমা পড়েছিলো তাঁর ঝুলিতে।
- ২০২২ সালে ভারতের বিশ্বকাপ জয়ী অনুর্দ্ধ-১৯ দলের সদস্য ছিলেন অভিষেক পোড়েল।
অভিষেক পোড়েল নেট ওয়ার্থ (Abhishek Porel Net Worth in Bengali)-
- আইপিএল ২০২৪- ২০ লক্ষ টাকা
- রঞ্জি ট্রফি- ৫০০০০ টাকা প্রতি দিন
- বিজয় হাজারে ট্রফি– ২৫০০০ টাকা প্রতি দিন
- সৈয়দ মুস্তাক আলি ট্রফি- ১৭৫০০ টাকা প্রতি দিন
- মোট নেট ওয়ার্থ- ১ মিলিয়ন মার্কিন ডলার (আনুমানিক)
অভিষেক পোড়েল সম্পর্কীত প্রশ্নাবলী (Abhishek Porel FAQs)-
অভিষেক পোড়েল দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেন।
অভিষেক পোড়েল ২০২২ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জেতেন।
অভিষেক পোড়েলের খুড়তুতো ভাই ঈশান পোড়েল'ও একজন ক্রিকেটার।
২০২৪ সালের জুন মাস পর্যন্ত অভিষেক পোড়েল জাতীয় দলে সুযোগ পায়নি।
অভিষেক পোড়েলের জার্সি নাম্বার ২৪।