IPL 2025: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবারের আইপিএলে (IPL) যাচ্ছে লাগাতার ওঠাপড়ার মধ্যে দিয়ে। ইডেনে উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে বসেছিলো তারা। এরপর রাজস্থানের বিপক্ষে এসেছিলো জয়। ফের ধাক্কা খেতে হয় মুম্বইয়ের বিরুদ্ধে। ওয়াংখেড়েতে ৮ উইকেটে হারেন অজিঙ্কা রাহানেরা। ডুবতে বসা নাইট তরী ফের ভেসে ওঠে সানরাইজার্সের বিরুদ্ধে। ৮০ রানে আসে জয়। তারপরও ধারাবাহিকতার খোঁজ পায় নি কলকাতা। ইডেনে ৪ রানের ব্যবধানে জয় হাতছাড়া হয় লক্ষ্ণৌ’র বিরুদ্ধে। ওঠানামার পালা চলেছে তার পরেও। চেন্নাইকে হারিয়ে ফের ২ পয়েন্ট পেয়েছে বেগুনি-সোনালী শিবির। আজ পাঞ্জাবের বিরুদ্ধে মরসুমের সপ্তম ম্যাচ খেলতে নামছে শাহরুখ খানের দল। পতন রুখতে অফ ফর্মে থাকা আন্দ্রে রাসেলকে (Andre Russell) ছেঁটে ফেলার ভাবনা নাইট শিবিরের।
Read More: IPL 2025: মহেন্দ্র মহিমায় জিতলো চেন্নাই, ঘরের মাঠে ৫ উইকেটে পরাজয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের !!
চূড়ান্ত হতাশ করেছেন রাসেল-

২০১৪ থেকে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। বহু সময় বেগুনি-সোনালী শিবিরের সাফল্যের কাণ্ডারী হয়ে উঠেছেন তিনি। ব্যাট হাতে তাঁর ধুন্ধুমার পারফর্ম্যান্স মন ভরিয়েছে সমর্থকদের। গুরুত্বপূর্ণ সময়ে বল হাতেও তিনি কলকাতাকে এনে দিয়েছেন উইকেট। গত বছর নাইটদের ট্রফি জয়ের নেপথ্যেও বড় ভূমিকা ছিলো রাসেলের (Andre Russell)। ‘ফিনিশার’-এর ভূমিকায় মূলত তাঁকে ব্যবহার করেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীর। ১৫ ম্যাচে ১৮৫ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছিলো ২২২ রান। ব্যাটিং গড় ছিলো প্রায় ৩২। এছাড়া বল হাতে মাত্র ১৫.৫২ গড়ে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ২০২৫-এর আইপিএলে ১২ কোটির বিনিময়ে তাঁকে ‘রিটেন’ও করে কলকাতা।
২০২৫-এ অবশ্য গত বছরের পারফর্ম্যান্সের ছিটেফোঁটাও দেখা যায় নি রাসেলের (Andre Russell) খেলায়। এখনও পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে চারটি ইনিংসে ব্যাট হাতে নেমেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪, ৫, ১ ও ৭। অর্থাৎ ৪.১৫ গড়ে এখনও অবধি গোটা টুর্নামেন্টে কেবল ১৭ রানই করতে পেরেছেন তিনি। একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ সময় চার-ছক্কা মারার পরিবর্তে ভুল শট খেলে ফিরেছেন সাজঘরে। বল হাতেও আহামরি পারফর্ম করতে পারেন নি রাসেল (Andre Russell)। বেঙ্গালুরু, রাজস্থান ও চেন্নাইয়ের বিরুদ্ধে হাতই ঘোরান নি। যে তিনটি ম্যাচে বোলিং করেছেন সেখানে তাঁর ঝুলিতে জমা হয়েছে ৫টি উইকেট। ইকোনমি যদিও ছাড়িয়েছে ১৩’র গণ্ডী। অর্থাৎ প্রতিপক্ষের রানের গতিও রুখতে ব্যর্থ হয়েছেন রাসেল। এই লাগাতার ব্যর্থতাই তাঁকে বাদ দিতে কার্যত বাধ্য করছে টিম ম্যানেজমেন্টকে।
ট্রাম্প কার্ড হতে পারেন রোভম্যান-

আজ মুল্লানপুরের মাঠে আন্দ্রে রাসেল যদি সত্যিই বাদ পড়েন তাহলে তাঁর আদর্শ বিকল্প হতে পারেন ওয়েস্ট ইন্ডিজেরই রোভম্যান পাওয়েল (Rovman Powell)। ৩১ বর্ষীয় ক্রিকেটার সাম্প্রতিক অতীতে ক্যারিবিয়ান দলের হয়ে যথেষ্ট সাফল্য পেয়েছেন। ২০২৪ সালে ২৩ ম্যাচে প্রায় ১৩৬ স্ট্রাইক রেটে ৫৩৩ রান করেছেন তিনি। কঠিন সময়ে বড় শট খেলার দক্ষতার জন্য সুনাম রয়েছে তাঁর। সাথে বোলিং-এর হাত’ও মন্দ নয় ক্যারিবিয়ান অলরাউন্ডারর। টি-২০তে ২৬টি উইকেট রয়েছে নামের পাশে। তবে বোলার নয়, ব্যাটার রোভম্যা্কেই এই মুহূর্তে প্রয়োজন নাইটদের। রাসেলের ব্যর্থতা লোয়ার অর্ডারে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ারদের উপর যে চাপ সৃষ্টি করছে তা থেকে মুক্তি দিতে পারে রোভম্যান পাওয়েলের একটি ধুন্ধুমার ক্যামিও। অতীতে রাজস্থান রয়্যালসের হয়ে একাধিকবার ‘ফিনিশার’-এর ভূমিকায় সফল হয়েছেন তিনি। আজ তাঁর থেকে সেই পারফর্ম্যান্সের প্রত্যাশা কলকাতারও।