Ipl 2025
Mumbai Indians | Image: Getty Images

IPL 2025: সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৫ এর বেশ কয়েকটি ম্যাচ। পয়েন্ট তালিকার বিচারে শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস এবং নিম্ন স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এবারের আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দলকে খুব একটা ছন্দে দেখা যাচ্ছে না। দুই দল ইতিমধ্যে চারটি করে ম্যাচ খেলে ফেলেছে, যেখানে দুই দলই কেবলমাত্র একটি করে ম্যাচ জিততে সক্ষম হয়েছে। আপাতত অষ্টম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। আজ আজকের মেগা ম্যাচে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ব্যার্থ মুম্বইয়ের ১২ কোটির বোলার

Ipl 2025
Mumbai Indians | Image: Getty Images

আর এই মেগা ম্যাচের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে ১২ কোটির তারকা বোলার। এবারের আইপিএলে ১২.৫০ কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে সামিল হয়েছেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় পেশারদের একজন হলেন বোল্ট, জাতীয় দল থেকে অবসরের পর বিভিন্ন ফ্রাঞ্চাইজি লীগে বোল্টকে খেলতে দেখা যায়। বর্তমানে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাচ্ছে বিভিন্ন লীগে। আবার ২০২১ সালের পর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন ট্রেন্ট বোল্ট। আইপিএল ইতিহাসের পাওয়ার প্লের সব থেকে সেরা বোলার হিসেবে পরিচিত ট্রেন্ট বোল্ট। এবারের আইপিএলে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছেন মুম্বাইয়ের জার্সিতে।

Read More: IPL 2025: “যত গর্জায় তত বর্ষায় না…” টানা চার ম্যাচে হার হায়দ্রাবাদের, নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে কামিন্স’রা !!

মুম্বইয়ের জার্সিতে বোল্টের এই মৌসুমের পারফরম্যান্স

Ipl 2025
Trent Boult | Image: Getty Images

চারটি ম্যাচ খেললেও সাফল্য আসেনি বোল্টের, কেবলমাত্র তিনটি উইকেট পেয়েছেন তিনি, তার মধ্যে পাওয়ার প্লেতে মিলেছে সুনীল নারিনের (Sunil Narine) উইকেট। ট্রেন্ট বোল্টকে (Trent Boult) দলে সামিল করতে রীতিমতন কাল ঘাম ছুটেছিল মুম্বাই ফ্রাঞ্চাইজিকে। নিলামের মঞ্চে বোল্টের পুরানো দল রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে বেশ লড়াই চলেছিল। তবে শেষমেশ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের এই তারকা পেসারকে আবার দলে সামিল করতে সক্ষম হয়েছিল। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এই মৌসুমে তারা চারটি ম্যাচ খেলে ফেলেছে। যেখানে বোল্টের খাতায় এসেছে কেবলমাত্র তিনটি সাফল্য। চার ম্যাচে ওভার পিছু আট রান দিয়ে মাত্র তিন উইকেট পেয়েছেন তিনি। ২৩ রান দিয়ে নাইট রাইডার্সের বিরুদ্ধে একটি উইকেট দখল করতে সক্ষম হয়েছিলেন তিনি।

Read Also: IPL 2025: প্লে-অফ পৌঁছানো অসম্ভব মুম্বইয়ের, মেলে নি এই বিরাট সমস্যার সমাধান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *