IPL 2025: আইপিএল শুরু হওয়ার আগেই ক্রিকেটের উত্তাপ ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। গতবারের চ্যাম্পিয়ন কেকেআরকে নিয়ে আবারও নাইট সমর্থকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দলের কর্মকর্তারাও পরিকল্পনা শুরু করে দিয়েছেন। এবার ২০২৫ আইপিএলের (IPL 2025) জন্য মাঠে নেমে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে দেখা গেল নাইট তারকাদের। প্রত্যেকের মধ্যেই আগ্রাসী মনোভাব ধরা পড়েছে। ফলে বলাই যায় কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
প্রস্তুতি শুরু করে দিল কেকেআর-

গতকাল অর্থাৎ বুধবার বিকেলে উইকেট পুজো দিয়ে কলকাতা নাইট রাইডার্স এই বছরের প্রস্তুতি শুরু করে। ধূপ, মালা, ফুল দিয়ে স্টাম্প পুজো করা হয়। নারকেল ফাটান প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit), অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee)। এরপরেই একে একে নাইট তারকারা অনুশীলনে নেমে পড়েন। আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) সঙ্গে আন্দ্রে রাসেল (Andre Russell), রিঙ্কু সিং (Rinku Singh), অনরিখ নর্খিয়ার (Anrich Nortje) মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের মাঠে নেমে প্রস্তুতি শুরু করতে দেখা যায়। তবে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), হর্ষিত রানা (Harshit Rana), রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং স্পেন্সার জনসন (Spencer Johnson) চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশগ্রহণ করায় এখনও দলের সঙ্গে যোগদান করেননি।
নতুন উদ্যমে নাইট তারকারা-

তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) বুধবার কলকাতায় পৌঁছেছেন। ক্লান্তি ভুলে গতকালই তিনি মাঠে নেমে পড়েন। নেটে তাকে ইয়র্কার বলে ধারাবাহিকভাবে ব্যাটিং করতে দেখা যায়। এই ইয়র্কার বল তাকে সাম্প্রতিক সময় বহুবার সমস্যায় ফেলেছিল। ক্যারিবিয়ান তারকা একের পর বড়ো শট মেরে নিজের দুর্বল জয়গা ঠিক করছিলেন। অন্যদিকে অধিনায়ক রাহানে (Ajinkya Rahane) যিনি ব্যাকরণ মেনে দৃষ্টি নন্দন শট খেলে থাকেন তাকে স্কুপ মারা অনুশীলন করতে দেখা গেছে। গতকাল তিনি দীর্ঘক্ষণ স্কুপ শট খেলায় মনোযোগ দিয়েছিলেন। দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আজিঙ্কা রাহানে টি-টোয়েন্টি ফরম্যাটেও এবার নিজেকে প্রমাণ করতে চাইছেন। নাইট তারকা রিঙ্কু সিংও (Rinku Singh) পিছিয়ে ছিলেন না। দীর্ঘদিন ধরে তিনি চোট এবং ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সবকিছু কাটিয়ে গতকাল অনুশীলনে নতুন ছন্দে দেখেতে পাওয়া গেছে এই তারকাকে। চোট সারিয়ে অনরিখ নর্খিয়াও (Anrich Nortje) পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।