দিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবর্ধনা সভা। অার মঞ্চটা ঠিকঠাক ব্যবহার করে নিলেন তিনি। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাদের সামনে তুলে ধরলেন আসল চিত্রটি। তিনি সটান বলে দিলেন যে, ভারতীয় মহিলা ক্রিকেটে আসল উন্নতির জন্য প্রয়োজন টেস্ট ম্যাচ খেলা। ভারতকে মহিলা বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়িকা মিতালি বলেন, “আমরা ভারতীয় মহিলা ক্রিকেটাররা একদমই টেস্ট খেলি না। এটা বোর্ডের এবার ভাবা দরকার। আমি দেখেছি, বেশির ভাগ ক্রিকেট বোর্ড মেয়েদের ক্রিকেটের প্রসারে গুরুত্ব দিয়ে থাকে টি–২০ এবং একদিনের আন্তর্জাতিকে। আমার মতে, বোর্ডের টেস্ট ক্রিকেটের দিকে নজর দেওয়া উচিত।”


এখানে দেখুনঃ মিতালিদের সাফল্য়ে টেনিস সুন্দরীর বার্তা মহিলাদের
টেস্ট ক্রিকেটের নিরিখে ভারতীয় মহিলা দলের পরিসংখ্যান খুবই খারাপ। গত দশ বছরে ভারতীয় মহিলারা খেলেছেন মাত্র পাঁচটি টেস্ট ম্যাচ। সব মিলিয়ে মাত্র ৩৬টি টেস্ট খেলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারত অধিনায়িকার বক্তব্য হল, “সব দেশই দেখি টি–২০ অথবা একদিনের আন্তর্জাতিক ম্যাচকে বেশি করে আয়োজন করে থাকে। কিন্তু আমার মতে টেস্ট ক্রিকেটের মাধ্যমেই আসল ক্রিকেট প্রতিভা খুঁজে বার করা সম্ভব। টেস্ট ক্রিকেট খেলতে পারলে যে কোনও ক্রিকেটারের মান আরও বাড়ানোর ক্ষমতা বাড়ে।”


গোটা ভারতীয় দলের মহিলা ক্রিকেটারদের সংবর্ধিত করা হয় ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। সেখানে, বিশ্বকাপে রানার্স হওয়ার জন্য প্রত্যেক মহিলা ক্রিকেটারের হাতে ৫০ লাখ ভারতীয় মুদ্রার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। সন্ধেয় প্রধানমন্ত্রীর বাসভবনে যায় গোটা দল। সেখানে বিশ্বকাপ দলের প্রত্যেক সদস্যের সই করা একটি ব্যাট তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে।

মিতালি মনে করছেন কিছুটা হলেও পরিস্থিতি পাল্টেছে। অাগে যেমন মহিলা ক্রিকেট দলের খবর দেশের মানুষ রাখতোই না। এখন অবশ্য তেমন নয়। মিতালি বলেন, “২০০৫ সালে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর আমাদের কিন্তু এমন সংবর্ধনা জোটেনি। এবার যা দেখছি, তা দেখে সত্যি ভালো লাগছে। গর্বিতও বটে। চারদিকে আমাদের নিয়ে যা উন্মাদনা তৈরি হয়েছে, তা দেখে খুব ভাল লাগছে। আমাদের পাশে থাকুন, যেন আমরা আরও ভাল পারফরমেন্স করতে পারি।”
