এখনই চুক্তি নয় শাস্ত্রী, জাহির, দ্রাবিড়ের সঙ্গে, বিসিসিআইকে জানিয়ে দিল প্রশাসক কমিটি! 1

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের কোচ-নাটক শেষ হয়েও কোন ভাবে যে শেষ অার হচ্ছে না। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড় এবং জাহির খানের সঙ্গে এখনই চুক্তি করতে বিসিসিআইকে নিষেধ করল সুপ্রিম কোর্ট নির্বাচিত প্রশাসক কমিটি। শনিবার প্রশাসক কমিটির সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে চুক্তির খসড়া চেয়ে পাঠিয়েছে প্রশাসক কমিটি। মনে করা হচ্ছে, জাহির খান এবং রাহুল দ্রাবিড়কে নিজের সহকারী করা নাপসন্দ শাস্ত্রীর। কোচিং টিমের সঙ্গে এখনই চুক্তি করতে নিষেধ করতে বলায় শাস্ত্রীর ইচ্ছাকেই গুরুত্ব দেওয়া হল বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।

এখনই চুক্তি নয় শাস্ত্রী, জাহির, দ্রাবিড়ের সঙ্গে, বিসিসিআইকে জানিয়ে দিল প্রশাসক কমিটি! 2
রবি শাস্ত্রী
এখনই চুক্তি নয় শাস্ত্রী, জাহির, দ্রাবিড়ের সঙ্গে, বিসিসিআইকে জানিয়ে দিল প্রশাসক কমিটি! 3
জাহির খান
এখনই চুক্তি নয় শাস্ত্রী, জাহির, দ্রাবিড়ের সঙ্গে, বিসিসিআইকে জানিয়ে দিল প্রশাসক কমিটি! 4
রাহুল দ্রাবিড়

এখানে দেখুনঃ কোচ হয়েই ধোনি ও যুবরাজকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি দেখে নিন..

বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, “শাস্ত্রী, দ্রাবিড় এবং জাহিরের সঙ্গে চুক্তির ব্যাপারে বিসিসিআইয়ের আইনি দল কাজ করছে, কিন্তু সেই চুক্তির খসড়া চেয়ে পাঠিয়েছে প্রশাসক কমিটি। বর্তমান যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে ভরত অরুণকে বোলিং কোচ করার ব্যাপারে শাস্ত্রীর ইচ্ছেই গুরুত্ব পেতে চলেছে। চুক্তিটা যে ভাবে তৈরি হচ্ছে সেটা জাহির মেনে নিতে পারবে না।”

এখনই চুক্তি নয় শাস্ত্রী, জাহির, দ্রাবিড়ের সঙ্গে, বিসিসিআইকে জানিয়ে দিল প্রশাসক কমিটি! 5

তবে প্রশাসক কমিটির তরফ থেকে বলা হয়েছে, “কোচিং টিম কত টাকা পাবে সে ব্যাপারে আলোচনা করতেই এই অভ্যন্তরীণ বৈঠক ডাকা হয়েছে।”

এখনই চুক্তি নয় শাস্ত্রী, জাহির, দ্রাবিড়ের সঙ্গে, বিসিসিআইকে জানিয়ে দিল প্রশাসক কমিটি! 6
ভারতীয় ক্রিকেট দল

তবে বোলিং কোচের ব্যাপারে আগামী সোমবার প্রশাসক কমিটির সঙ্গে আলাদা ভাবে বৈঠকে বসতে পারেন শাস্ত্রী। সূত্রের খবর, শাস্ত্রীর মূল সমস্যা হচ্ছে জাহিরের উপস্থিতি নিয়ে। তাঁর সন্দেহ, বছরে অন্তত আড়াইশো দিন ভারতীয় দলকে সময় দিতে পারবেন না জাহির। তবে কোচ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই যেভাবে কমিটি অব অ্যাডমিনিসট্রেশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন রবি শাস্ত্রী, তা বিরল। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত, শাস্ত্রী নিজের পছন্দের ভরত অরুণকে বোলিং পদে বসানোর জন্য যেভাবে এগোচ্ছেন তাতে ভারতীয় বোর্ডের অখণ্ডতার পক্ষে ক্ষতিকর।

এখনই চুক্তি নয় শাস্ত্রী, জাহির, দ্রাবিড়ের সঙ্গে, বিসিসিআইকে জানিয়ে দিল প্রশাসক কমিটি! 7
রবি শাস্ত্রী

আরোও দেখুনঃ দাদার উল্টো সুর, শাস্ত্রীই নাকি যোগ্য় ব্য়ক্তি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *