অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আর তাদের ক্রিকেটারদের মধ্যে ঝামেলার জেরে ভারতীয় ক্রিকেট দলের সূচীতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সূচী অনুযায়ী সামনের অস্টোবরে যদি স্টিভ স্মিথরা কোহলিদের সঙ্গে সিরিজ না খেলেন, তার ব্যবস্থাও আগাম করে রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাবে। তারপর ২০১৮ সালের জানুয়ারিতে কোহলিরা যাবেন দক্ষিণ আফ্রিকায়। এর মধ্যিখানে অজিদের সঙ্গে সিরিজ না খেলা হলে, নভেম্বর–ডিসেম্বরে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরোয়া সিরিজ খেলতে পারে ভারত।

এখানে দেখুনঃ ভারতের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব বাতিলের পথে এই দেশ
সম্প্রতি দেশের একটি নামী সংবাদমাধ্যমের কাছে এই বিষয়টি খোলসা করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তিনি সেখানে এটাও জানিয়েছেন, অজিদের বিরুদ্ধে সাত ম্যাচের একদিনের আন্তরর্জাতিক সিরিজ শুরু হওয়ার আগে টিম অস্ট্রেলিয়ার সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবাদ মিটে যাবে। আইসিসি সূচী অনুযায়ী চলতি বছরের অক্টোবরে ভারতের বিরুদ্ধে একটি সিরিজ খেলার কথা টিম অস্ট্রেলিয়ার। এমন একটা পরিস্থিতিতে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ওই সময়ে ভারতের সঙ্গে ঘরোয়া সিরিজ খেলতে রাজি হয়েছে। জানা গিয়েছে, দুটি দলের সঙ্গে ভারত চলতি বছরের শেষ দিকে একটি করে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, বিসিসিআইয়ের কাছ থেকে তারা চলতি বছরের শেষ দিকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আমন্ত্রণ পেয়েছে। সেটাকে মাথায় রেখে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে তারা। সম্ভব হলে, সেই সিরিজে ওয়ানডে ম্যাচের পাশাপাশি টেস্ট ম্যাচও খেলা হবে বলে জানা গিয়েছে। তার আগে ভারত শ্রীলঙ্কায় গিয়ে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং একটি টি–২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে অ্যাঞ্জেলো ম্যাথিউজদের সঙ্গে। তার পর লঙ্কানবাহিনী পাল্টা ভারতে এসে একইভাবে সিরিজ খেলবে কোহলিদের সঙ্গে। তবে সেই সিরিজে কতগুলি ম্যাচ থাকবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।


দেখে নিনঃ ভারতের সেই ৬ অধিনায়ককে যাঁরা সাফল্যের বিচারে মহেন্দ্র সিং ধোনির থেকেও এগিয়ে!
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চলতি বছরের শেষ দিকে ভারতে এসে সিরিজ খেলার কথা স্বীকার করলেও, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড অবশ্য সে পথে হাঁটেনি। তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে, গোটা বিষয়টি এড়িয়ে যান কিউয়ি ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তবে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বছর শেষে তারা টিম নিউজিল্যান্ডের সঙ্গেও ছোট একটি সিরিজ খেলার পরিকল্পনা করছে। যদিও ওই সিরিজে টেস্ট ম্যাচ থাকার সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। কোহলিরা শুধু ওয়ানডে এবং টি–২০ ম্যাচ খেলতে পারেন কেন উইলিয়ামসনদের সঙ্গে। যদিও এর মধ্যিখানে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার বেতন বৃদ্ধি নিয়ে ঝামেলা মিটে গেলে, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সিরিজে বেশকিছু বদল আসতে পারে।
