স্মিথ-ওয়ার্নারদের হুমকি দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া, চুক্তিতে সই না করলে নির্বাসনের মুখে পড়তে হবে! 1

সিডনি: অস্ট্রেলিয়া ক্রিকেটে চলতি বোর্ড বনাম ক্রিকেটার ঝামেলায় এবার চটে গিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সমস্যা মেটানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি খেলোয়াড়দের সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বোর্ড ও খেলোয়াড়দের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০শে জুন, অর্থাৎ ঠিক একদিন পর। নতুন কোন সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় এরপর রীতিমতো বেকার হয়ে পড়বেন অস্ট্রেলিয়ার চুক্তিভিত্তিক ক্রিকেটাররা। তবে পেশাদার ক্রিকেটারদের শেষ নেই আয়ের উৎসের। জাতীয় দলের হয়ে না খেলেও বিশ্বের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে খেলে বিরাট অঙ্কের টাকা উপার্জন করার ক্ষমতা রয়েছে তাদের।

স্মিথ-ওয়ার্নারদের হুমকি দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া, চুক্তিতে সই না করলে নির্বাসনের মুখে পড়তে হবে! 2

ঠিক এই ব্যাপারেই এবার দেশের ক্রিকেটারদের সতর্কবার্তা দিয়েছে সিএ। তাদের হুমকি, বোর্ডের অনুমতি ছাড়া কোন খেলোয়াড়ই অন্য দেশের টুর্নামেন্টে খেলতে পারবেন না। সেক্ষেত্রে নির্দেশ অমান্য করলে শাস্তি হিসেবে পেতে হবে ছয় মাসের নির্বাসন। অর্থাৎ মিস হবে মর্যাদার অ্যাশেজ সিরিজ। সম্প্রতি অস্ট্রেলিয়ার টিম পারফরমেন্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড একটি ই-মেল করে লেখেন, ‘খেলোয়াড়েরা ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি ছাড়া আইসিসি অনুমোদিত ক্রিকেট ম্যাচ কিংবা টুর্নামেন্টে খেলতে পারবেন না। যারা অনুমোদিত ক্রিকেট খেলবেন তারা আইসিসি অনুমোদিত ক্রিকেট থেকে ছয় মাস নির্বাসিত হবেন।’ হাওয়ার্ড স্পষ্ট করে বলেছেন, ‘হয় চুক্তিতে এসো, নয়তো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।’

স্মিথ-ওয়ার্নারদের হুমকি দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া, চুক্তিতে সই না করলে নির্বাসনের মুখে পড়তে হবে! 3
স্টিভ স্মিথ
স্মিথ-ওয়ার্নারদের হুমকি দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া, চুক্তিতে সই না করলে নির্বাসনের মুখে পড়তে হবে! 4
স্টিভ স্মিথ

একটি সংবাদমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোন টুর্নামেন্টে অংশ নিলে নিষেধাজ্ঞার বিধান রয়েছে আইসিসির নিয়ম অনুসারেই। এই ভিত্তিতে অস্ট্রেলিয়ার বোর্ড-খেলোয়াড় টানাপড়েনে এবার কিছুটা বেকায়দায় পড়ে গেলেন আন্দোলনকারী খেলোয়াড়েরাই। তবে এখনও খেলোয়াড়দের কোর্টেই বল রেখেছে সিএ। ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চুক্তিতে সাক্ষর করার সুযোগ পাচ্ছেন স্মিথ-ওয়ার্নাররা। এই সময়ের মধ্যেও খেলোয়াড়দের ইতিবাচক সাড়া না মিললে কঠিন সিদ্ধান্তে আসতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেটাই হল দেখার বিষয়।

স্মিথ-ওয়ার্নারদের হুমকি দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া, চুক্তিতে সই না করলে নির্বাসনের মুখে পড়তে হবে! 5স্মিথ-ওয়ার্নারদের হুমকি দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া, চুক্তিতে সই না করলে নির্বাসনের মুখে পড়তে হবে! 6

অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই গোলযোগের ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে তাঁদের আগামী সফরগুলি। আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। এরপর রয়েছে ভারত সফর। আর চলতি বছরের শেষে অনুষ্ঠিত হওয়ার কথা ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ। ঝামেলার কারণে শেষ পর্যন্ত এগুলি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *