মুম্বই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ আইপিএলের দশ বছর সফল আয়োজনের পর এবার ‘মিনি আইপিএল’ আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। সবকিছু ঠিকঠাক থাকলে নিকট ভবিষ্যতে সংযুক্ত আরব আমিশাহীতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
এই ব্যাপারে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা জানান, ভারতের বাইরে অর্থাৎ বিদেশের মাটিতে মিনি আইপিএল আয়োজনের কথা ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড। তিনি বলেন,
‘এবার বিদেশের মাটিতে মিনি আইপিএল আয়োজন করার কথা ভাবা হচ্ছে। বিগত সময়ে আমরা বিদেশের মাটিতেই চ্যাম্পিয়নস লিগ টি-২০’র আয়োজন করেছি, সেই জায়গা তো এখন ফাঁকাই আছে। ওই শূণ্য স্থানেই মিনি আইপিএল করার কথা ভাবছি আমরা।‘
আয়োজকদের জন্য সব থেকে পছন্দের গন্তব্যই হল দুবাই, এমন
কথা জানিয়ে দিয়ে তিনি বলেন,
‘আগামী দশ বছর আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে। আমরা ইতিমধ্যেই রেভেনিউ শেয়ারিং মডেলে বদল আনার কথা ভেবেছি। ব্রডকাস্টারদের জন্য আলাদা টেন্ডারও হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগামী জুলাই মাসেই সেই টেন্ডার ডাকার কথা ভাবছে বোর্ড।’
আইপিএল
সাম্প্রতিক আইপিএলের আসরগুলিতে অংশ নিয়েছে আটটি দল। তবে আগামী টুর্নামেন্টে দলের সংখ্যা দুটি বাড়িয়ে দশটি করার কথা ভাবছে বিসিসিআই। রাজীব শুক্লা বলেন,
‘এখনও পর্যন্ত আমরা ৮টি দল নিয়েই আইপিএল আয়োজন করেছি, এরপর যদি দশ দল নিয়ে আইপিএল হয় তাহলে অন্তত ৮৪টি ম্যাচ আমরা খেলাবই। তবে সবকিছু নির্ভর করছে গভার্নিং কাউন্সিলের ওপর।’
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি দর্শকদের তেমন আগ্রহ ছিল না। স্পনসরদের আগ্রহ না থাকায় সেখান থেকে সেভাবে লাভও আসছিল না। সেজন্যই ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড যৌথভাবে এই টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নেয়। সেই ফাকা জায়গায়ই নতুন টুর্নামেন্ট চালু করতে চাইছে বিসিসিআই। তবে সেটা কি শেষ পর্যন্ত আয়োজন করা সম্ভব হবে? কারণ সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবে টিম ইন্ডিয়া। তাই কী হয় তা জানার জন্য আমাদের অবশ্যই অবাক করতে হবে।