পরবর্তী কোচ হওয়ার জন্য সবুজ সিগনাল পেলেন এই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়! 1

নয়াদিল্লী, ২৭ জুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পরে ভারত দলের কোচ এর পদ থেকে সরে দাড়িয়েছেন অনিল কুম্বলে। তাঁর সরে দাড়ানোর পর কে হচ্ছেন ভারতের নতুন কোচ, এই নিয়েই চলছিল জল্পনা কল্পনা। ক্রিকেট বিশ্বের সবার আগ্রহ এখন ভারতীয় ক্রিকেটের পরবর্তী কোচকে নিয়ে। বিভিন্ন মহলে বিভিন্ন নাম উঠে আসছে। অনেক নাম নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। সবার শেষে এই তালিকার নতুন নাম হিসেবে যুক্ত হয়েছে রবি শাস্ত্রী। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, রবি শাস্ত্রী ভারতীয়দের দায়িত্ব নিতে আবেদন করতে চলেছেন।

পরবর্তী কোচ হওয়ার জন্য সবুজ সিগনাল পেলেন এই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়! 2

পরবর্তী কোচ হওয়ার জন্য সবুজ সিগনাল পেলেন এই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়! 3
নতুন ভূমিকায় মাস্টার ব্লাস্টার

 

গত ২০ জুন ভারতের দায়িত্ব ছাড়েন অনিল কুম্বলে। চ্যাম্পিয়নস ট্রফির আগে নতুন কোচ চেয়ে বিজ্ঞাপণ দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সহবাগ, রিচার্ড পাইবাস, টম মুডিসহ আরও চার কোচ কোহলিদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু সেই তালিকায় ছিলেন না রবি শাস্ত্রী। কুম্বলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার পর নতুন করে আবারও বিজ্ঞাপণ দেয় ভারতীয় বোর্ড। দ্বিতীয় দফার বিজ্ঞাপণে ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেন শাস্ত্রী। সময় নষ্ট না করেই ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন সেরে ফেলতে ভারতের বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটার।

পরবর্তী কোচ হওয়ার জন্য সবুজ সিগনাল পেলেন এই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়! 4

অনেকেই মনে করছেন এমনভাবে শাস্ত্রীকে কোচ করাটা সঠিক কাজ হবে না। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, শাস্ত্রীকে কোচের জন্য আবেদন করতে বলেছেন স্বয়ং শচীন তেন্ডুলকর। গতবার যখন কুম্বলেকে কোচ করা হয়, তখনও শাস্ত্রীর হয়ে একমাত্র কথা বলেছিলেন মাস্টার ব্লাস্টারই। এবার তাই কুম্বলের বিদায়ের পর ফের তিনি যে প্রাক্তন অলরাউন্ডারের হয়েই গলা ফাটাবেন, তা আগে থেকেই বলে দেওয়া যায়।পরবর্তী কোচ হওয়ার জন্য সবুজ সিগনাল পেলেন এই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়! 5

পরবর্তী কোচ হওয়ার জন্য সবুজ সিগনাল পেলেন এই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়! 6

রবি শাস্ত্রী এর আগে আঠেরো মাস ভারতীয় দলের ডিরেক্টর ছিলেন। ডিরেক্টর হিসেবে তখন ধোনি, কোহলি দুই অধিনায়কের সঙ্গেই কাজ করেছেন। এখন কোহালি সব ফর্ম্যাটে অধিনায়ক। এবং কোহলির সঙ্গে শাস্ত্রীর বোঝাপড়াটাও যে বেশ ভালো, তা সবারই জানা। কোচ হওয়ার দৌড়ে আরও একটি কারণে সবার থেকে এগিয়ে থাকবেন শাস্ত্রী। বিষয়টা হল, কোচ নির্বাচন করবেন বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। এই কমিটিতে রয়েছেন শচীন তেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে সৌরভ পরিস্কার বলে দেন,‘নিজের পছন্দের কোচই পাবেন বিরাট।’ তাতেই স্পষ্ট হয়ে যায় রবি শাস্ত্রীই কোচ হতে চলছেন বিরাট-রোহিতদের।

পরবর্তী কোচ হওয়ার জন্য সবুজ সিগনাল পেলেন এই প্রাক্তন ভারতীয় খেলোয়াড়! 7

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *