গৌতম গম্ভীরের 'পানশালা', ক্ষোভে আদালতের দারস্থ হলেন তিনি! 1

তিনি কলকাতা নাইট রাইডার্সের সফলতম অধিনায়ক গৌতম গম্ভীর। আর তাই তাঁর নাম ভাঙিয়ে পশ্চিম দিল্লিতে একটা পানশালা চালাচ্ছিলেন এক বড় ব্যবসায়ী। বিষয়টি জানা ছিল না গম্ভীরের। যদিও খবরটা পৌঁছতে তাঁর কাছে বিশেষ সময় লাগেনি। যার ফলে শেষ পর্যন্ত এই বিষয়টি থেকে মুক্তি পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হলেন ভারতীয় ক্রিকেট দলের এই অভিজ্ঞ ক্রিকেটারটি।

বদলে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নাম, দেখে নিন নতুন নাম…

পশ্চিম দিল্লির ওই পানশালা মালিকের দাবী, তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরের নাম ব্যবহার করে ব্যবসা চালাননি। বরং তাঁর নিজের নামই গৌতম গম্ভীর। আর তিনি নিজের নামেই ওই পানশালাটি চালাচ্ছেন। যদিও ওই ব্যবসায়ীর এমন তত্ত্বে মন ভেজেনি গৌতির। তাই তিনি এই লড়াই আদালতে টেনে নিয়ে গেলেন। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে কেকেআর নেতা গৌতম গম্ভীর রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার নাম ভাঙিয়ে মদ বিক্রি করা হচ্ছিল। আমার নাম ব্যবহার করে সবাইকে মদ্যপানে উদীপ্ত করা হচ্ছিল। এর ফলে যুব সমাজের কাছে আমার নামে ভুল বার্তা যাচ্ছিল। আর এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”

আদালতে দারস্থ হওয়া গম্ভীর এরপর ল ফার্ম ‘জেটলি অ্যান্ড বক্সি’-র মাধ্যমে আদালতে ‘ঘুংরু’ রেস্তোরাঁ কাম বারের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। এবং শেষমেশ ওই পানশালাকে আদালতের মারফত সম্প্রতি নোটিশ পাঠানো হয়। যদিও সেই নোটিশের জবাবে ওই পানশালা কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরেই একইভাবে এই রেস্তোরাকে আইনি নোটিশ পাঠানোর পর গৌতম গম্ভীরকে এই পানশালার মালিক শুধুমাত্র ক্ষমা চেয়ে পার পেয়েছিলেন। আর এবারে তিনি ফের একই কাণ্ড ঘটালেন । এ বিষয়ে এদিন গম্ভীর আরও বলেন, “আমি ক্রিকেট খেলে গোটা বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছি। সেখানে একজন গৌতম গম্ভীরের নাম ব্যবহার করে পানাশালা চালিয়ে মদ বিক্রি করছে। উনি যে যুক্তি দিক না কেন, জনসমক্ষে সবার আগে আমার নামটাই উঠে আসে। এটা বন্ধ হওয়া উচিত।”

কুম্বলে, কোহলির দ্বন্দ্বের ভুয়ো খবরে হতাশ ক্রিকেটাররা, প্রতিক্রিয়ায় কি জানালেন তাঁরা? দেখে নিন

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *