টি২০তে সাফল্য পেতে ধোনিকে পরামর্শ দিলেন সৌরভ 1
MS Dhoni, captain, of India chats with Sourav Ganguly during the 3rd Paytm Freedom Trophy Series T20 International match between India and South Africa held at Eden Gardens Stadium in Kolkata, India on the 8th October 2015 Photo by Ron Gaunt/ BCCI/ Sportzpics

টি২০তে সাফল্য পেতে ধোনিকে পরামর্শ দিলেন সৌরভ 2

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন টি২০তে সাফল্য পেতে হলে সমালোচনায় বিদ্ধ মহেন্দ্র সিং ধোনিকে নিজের খেলায় বদল আনতে হবে ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে।নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০তে তার ইনিংসের পর চারদিকে থেকে সমালোচিত হচ্ছেন। কম বেশি সকলেই মনে করেন যে নিউজিল্যান্ডের ১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ধোনির ধীরে ব্যাটিংই ভারতের হারের বড়ো কারণ। ধোনির ব্যাট করতে আসার সময় ভারতের স্কোর ছিল ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৬৭ রান। এবং লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে ভারতের প্রয়োজনীয় আস্কিং রেট ছিল ওভার পিছু দশ রানেরও বেশি। ধোনি শুরুর দিকে ধীরে খেলায় পরিস্থিতি অনুযায়ী খেলতে ব্যর্থ হন। এরপরে যখন ধোনি বড় শট খেলতে শুরু করেন ততক্ষণে ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গেছে। প্রথম ২০ বল খেলে ধোনি মাত্র ১৭ রানই করেন, এবং শেষ পর্যন্ত ৩৭ বল খেলে ৪৯ রানে আউট হন তিনি। যা ভারতকে জেতার জন্য প্রয়োজনীয় রানের গতি দিতে ব্যর্থ হয়। ফল স্বরূপ ম্যাচটি ৪০ রানে হেরে যায় ভারত।টি২০তে সাফল্য পেতে ধোনিকে পরামর্শ দিলেন সৌরভ 3 টি২০র দাবী অনুযায়ী ধোনি খেলতে না পারায় গাঙ্গুলী মনে করেন ধোনির উচিৎ নিজের অ্যাপ্রোচে বদল আনা। সৌরভ বলেন, “ একদিনের ম্যাচের তুলনায় টি২০তে ধোনির রেকর্ড তেমন ভালো নয়। আশা করা যায় কোহলি এবং টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে আলাদা করে কথা বলবে। ওর অপরিমেয় দক্ষতা রয়েছে। যদি ও টি২০তে নিজের খেলায় বদল আনে তাহলে ও সফল হতে পারবে। আমি মনে করি ওর ওয়ান ডে ক্রিকেট খেলা উচিৎ, কিন্তু টি২০তে ক্ষেত্রে ওর উচিৎ আলাদাভাবে খেলা।

টি২০তে সাফল্য পেতে ধোনিকে পরামর্শ দিলেন সৌরভ 4
MS Dhoni, captain, of India chats with Sourav Ganguly during the 3rd Paytm Freedom Trophy Series T20 International match between India and South Africa held at Eden Gardens Stadium in Kolkata, India on the 8th October 2015
Photo by Ron Gaunt/ BCCI/ Sportzpics

টি২০তে ওর খোলা মনে খেলা দরকার। এটা নির্বাচকদের উপর নির্ভর করবে যে তারা ওকে কেমন ভাবে খেলতে দেখতে চাইবে”। তবে সৌরভ অবাক হয়েছেন নির্বাচকরা অলরাউন্ডার হার্দিয়া পান্ডিয়াকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে বিশ্রাম দেওয়ায়। এবং আগামি ১৬ নভেম্বর থেকে কলকাতায় শুরু হতে চলা প্রথম টেস্টে ভারতের বোলিং লাইন আপে তিন স্পনারের উপস্থিতিও তাকে অবাক করেছে। সৌরভ বলেন, “ আমি ভীষণ অবাক হয়েছি। আমি জানি না ও চোট পেয়েছে কিনা। ও মাত্র ৩ টে টেস্টই খেলেছে। এটাই তো বয়েস খেলার। আমি আসল কারণটা জানি না। আশা করছি ও সুস্থ আছে। ভারত অবশ্যই ইডেনে তিন স্পিনার খেলাবে না। কারণ এখানকার পিচ অন্যরকম। ওরা দু’জন স্পিনারে খেলবে, এখন আর ভারতের হাতে হার্দিক নেই। ফলে তাদের হয়ত অলরাউন্ডার স্লটের জন্য আলাদা কমবিনেশনের ভাবনা রয়েছে।

টি২০তে সাফল্য পেতে ধোনিকে পরামর্শ দিলেন সৌরভ

টি২০তে সাফল্য পেতে ধোনিকে পরামর্শ দিলেন সৌরভ 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *