বিশেষ প্রতিবেদন: অস্ট্রেলিয়া সিরিজে বিরাট কোহলির ভাগ্যটা যেন কিছুতেই বদলাতে চাইছে না। পুণে টেস্টে বল ছাড়তে গিয়ে বোল্ড হয়েছিলেন ভারত অধিনায়ক। এবার নাথান লায়নের বল ছাড়তে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান মাত্র ১২ রান করে। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না তিনি। বিশ্বের ভয়ঙ্করতম এই ব্যাটসম্যানকে ফিরিয়ে স্বভাবতই উল্লাসে মেতে ওঠে অজি শিবির।
পুণে টেস্টে প্রায় একইরকম ভাবে আউট হয়েছিলেন বিরাট। সেবার অজি স্পিনার ও’কিফের বলের টার্ন বুঝতে ভুল করেন ভারত অধিনায়ক। আর সেই ভুলের মাশুল হিসেবে কোহলির স্টাম্প ছিটকে যায়। শনিবার বেঙ্গালুরুতে অবশ্য বোল্ড হওয়ার বদলে এলবিডব্লিউ হলেন তিনি। এবারও বলের গতিবিধি ঠাহর করতে ব্যর্থ হন বিশ্বের এই সেরা ব্যাটসম্যানটি।
আম্পায়ারের আউট দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্য ডিআরস নেন বিরাট। উল্টোদিকে দাঁড়িয়ে থাকা কেএল রাহুল তাঁকে রিভিউ নিতে নিষেধ করলেও, শোনেনি বিরাট। রিভিউতেও সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়নি। গোটা চিত্র থেকেই পরিষ্কার, আগের ভুলগুলি থেকে শিক্ষা নেয়নি ভারতীয় দল।
https://twitter.com/cricketfreak07/status/837925015219757056?ref_src=twsrc%5Etfw