বিরাট নয়, বলিউডের এই নায়ককে ডেটিং করবেন স্মৃতি মান্ধানা ! 1

শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পতৌদি, সঙ্গীতা বিজলানি ও মহম্মদ আজহারউদ্দিন, গীতা বশরা ও হরভজন সিং।  সম্প্রতি অনুষ্কা শর্মা ও ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রেম কাহিনী এখন সবার আলোচনার বিষয়। বলিউড তারকা ও ভারতীয় ক্রিকেটের নক্ষত্রদের প্রেম কাহিনী কোনও নতুন বিষয় নয়, তবুও হট কেকের মতো বিকোয় এই সব গসিপ। ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রেমে বিদেশি মহিলা ক্রিকেটাররা পাগল হলেও ভারতের একুশ বছরের সুদর্শনা মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা কিন্তু বলিউডের এক হিরোর প্রেমে মন হারিয়েছেন।

বিরাট কোহলি নন, বলিউডের হার্টথ্রব ঋত্বিক রোশনের সঙ্গে ডেটিংয়ে যাওয়ার ইচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটের এই নতুন নক্ষত্রের। একটি বেসরকারি টিভি চ্য়ানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতি জানিয়েছেন, সুযোগ পেলে তিনি ঋত্বিকের সঙ্গে রোমান্টিক ডেটিংয়ে যেতে চান। ২০১৭ আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইলালে গত জুলাইতে ভারতীয় মহিলা দল হেরে গেলেও, দেশে ফেরার পর এখন তাঁরা স্টার। প্রথম দু’টি ম্য়াচে মন্ধনার চমৎকার ব্য়াটিং দিয়ে বিশ্বকাপে সোনালি দৌড় শুরু ভারতের মেয়েদের। দেশের ফেরার পর দেশবাসী তাঁদের সাহসী প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে। আর্থিক পুরস্কারের পাশাপাশি সম্বর্ধনা দিয়ে তাঁদের প্রায় রোজ দিনই সম্মানিত করা হচ্ছে। কয়েক মাস আগেও পাত্তা না পাওয়া মহিলা ক্রিকেটাররা এখন ভারতে সেলিব্রিটি। লোকে জানতে চাইছেন, তাঁদের বিষয়ে খুঁটিনাটি ব্য়াপার। বলিউডের মাধ্য়মে সিনেমা জগতের নিজের আলদা পরিচিতি তৈরি করা গায়ক অরিজিৎ সিংকেও খুব পছন্দ করেন স্মৃতি।

ওই বেসরকারি টিভি চ্য়ানেলের অনুষ্ঠানে মন্ধনার সঙ্গে তাঁর দুই টিমমেট বেদা কৃষ্ণমূর্তি ও বাংলার ঝুলন গোস্বামীও উপস্থিত ছিলেন। মহিলা ক্রিকেটে ঝুলন গোস্বামী এক বর্ণময় চরিত্র। একদিনের আন্ত্রজাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া এই ক্রিকেটার আবার কোনও বলিউডি অভিনেতাকে পছন্দ করেন না। তার চেয়ে কোনও হলিউড অভিনেতাকে ডেটিং নিয়ে যেতে চান তিনি। তবে, বেদা কৃষ্ণমূর্তি বলিউডের নায়ক রণবীর সিংয়ের সঙ্গে ডেটিংয়ে যেতে চান।

মজাদার হাল্কামেজাজি আলোচনার ফাঁকে কিন্তু তিন ক্রিকেটার ভারতীয় ক্রিকেট বোর্ডকে ভুলে যাননি। গত কয়েক বছরে ভারতের মহিল ক্রিকেটকে আগে এগিয়ে নিয়ে যেতে বিসিসিআই বেশ উল্লেখযোগ্য় ভূমিকা পালন করেছে। ঝুলন ও মন্ধনার আশা, বিসিসিআই ভারতের মেয়েদের কথা মাথায় রেখে ভবিষ্য়তে মহিলাদের আইপিএল ক্রিকেটও শুরু করবে।

ইন্ডিয়া টুডে টিভি চ্য়ানেলের মাইন্ড রক্স শীর্ষক অনুষ্ঠানে ঝুলন বলেন, গত চার-পাঁচ বছরে বিসিসিআই ভালো কার করছে মহিলা ক্রিকেটের উন্নয়নে। আরও বেশি করে প্রচার করা হচ্ছে মহিলা ক্রিকেটকে। আমি যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখম পরিস্থিতিটা এরকম ছিল না। এখন বোর্ড তৃণমূল স্তর থেকে প্রতিভা খোঁজার কাজ করছে। উঠতি মহিলা ক্রিকেটারদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করছে। উল্টোদিকে মহিলাদের আইপিএল প্রসঙ্গে মন্ধনা বলেন, মহিলাদের আইপিএল শুরু হলে বিষয়টা দারুন হবে। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলার সুযোগ পাবে ঘরোয়া ক্রিকেটে অবদান রাখা ক্রিকেটাররা। আশা করি, বিসিসিআই এই ব্য়াপারটা নিয়ে ভাববে আগামী দিনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *