অস্ট্রেলিয়া - ভারত ম‍্যাচ চলার ম‍্যাচে ফের বল - বিকৃতির অভিযোগ উঠলো এই অস্ট্রেলিয়ান বোলারের বিপক্ষে ! 1

এর আগেই গোটা ক্রিকেট বিশ্ব তোলপাড় হয়েছিল স্মিথ, ওয়ার্নারদের বল বিকৃতি কান্ডে জড়িয়ে পড়ায়।নির্বাসন কাটিয়ে দলে ফিরলেও এখনও সেই বিতর্ক পিছু তাড়া করে বেড়ায় অস্ট্রেলিয়া দলের এই দুই ক্রিকেটারের।তার রেশ কাটতে না কাটতেই ফের আরেকবার বল – বিকৃতির অভিযোগ উঠলো অজি বোলারের বিপক্ষে।তাও আবার বিশ্বকাপের ম‍্যাচ চলাকালীন।রোববার ম‍্যাচ চলাকালীন বল বিকৃতি করেছেন অজি স্পিনার এ্যডাম জ‍্যাম্পা।ইতিমধ্যে ম‍্যাচ চলাকালীন তার একটি ভিডিও হয়েছে ভাইরাল।যেখানে বল নিয়ে সন্দেহ জনক কিছু একটা করতে দেখা যায়।

অস্ট্রেলিয়া - ভারত ম‍্যাচ চলার ম‍্যাচে ফের বল - বিকৃতির অভিযোগ উঠলো এই অস্ট্রেলিয়ান বোলারের বিপক্ষে ! 2

প্রসঙ্গত, আজ ফের আরেক বার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুরন্ত ব‍্যাটিং করলো বিরাটরা।প্রথমে ব‍্যাট করতে নেমে এদিন রানের পাহাড় গড়েছে বিরাটরা।মিচেল স্টার্ক ,কোল্টার নাইল, জাম্পার মতো বোলারদের ঠেঙিয়ে ৫০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ৩৫২ রান করেছে বিরাটরা।এদিন সর্বোচ্চ করেছেন শেখর ধাওয়ান (১১৭), এছাড়াও রান পেয়েছেন সকল ব্যাটসম্যানেরা।রোহিত ( ৫৭ ) , কোহলি ( ৮২), পান্ডিয়া ( ৪৮), ধোনি (২৭)।

অস্ট্রেলিয়া - ভারত ম‍্যাচ চলার ম‍্যাচে ফের বল - বিকৃতির অভিযোগ উঠলো এই অস্ট্রেলিয়ান বোলারের বিপক্ষে ! 3

এদিন ম‍্যাচ খেলতে দুরন্ত রেকর্ডের অধিকারী হলেন রোহিত শর্মা।একদিবসীয় ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ২০০০ রান করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা।

অস্ট্রেলিয়া - ভারত ম‍্যাচ চলার ম‍্যাচে ফের বল - বিকৃতির অভিযোগ উঠলো এই অস্ট্রেলিয়ান বোলারের বিপক্ষে ! 4

এমন কৃতিত্ব অর্জনের জন্য ১৮ রানের প্রয়োজন ছিলো রোহিতের।এ্যডাম জাম্পার প্রথম ওভারের শেষ বলেই এই রেকর্ডের অধিকারী হয় ” হিটম‍্যান ” ।অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০০ রান করতে মাত্র ৩৭ টি ইনিংস খরচ হয়েছে রোহিতের।প্রসঙ্গত, তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার নন যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০০ রান করেছেন।এর আগে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিবসীয় ক্রিকেটে ২০০০ রান করার কৃতিত্ব অর্জন করেছে।প্রসঙ্গত, অজিদের বিপক্ষে শচীনের স্কোর ৩০৭৭।যদিও ২০০০ রানের রেকর্ড করতে তার ৪০ টি ইনিংস।

২০০০+ ওডিআই রান , বনাম অস্ট্রেলিয়া

৩০৭৭ শচীন তেন্ডুলকর

২২৬২ ডেসমন্ড হেনস

২১৮৭ ভিভ রিচার্ডস

২০০৩ রোহিত শর্মা

কম ইনিংসে ২০০০ রান কোনও দলের বিপক্ষে

৩৭ রোহিত শর্মা বনাম অস্ট্রেলিয়া

৪০ শচীন তেন্ডুলকর বনাম অস্ট্রেলিয়া

৪৪ ভিভ রিচার্ডস বনাম অস্ট্রেলিয়া

৪৪ বিরাট কোহলি বনাম শ্রীলঙ্কা

৪৫ ধোনি বনাম শ্রীলঙ্কা

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপ অভিযান দুরন্ত শুরু করেছে রোহিত শর্মা।প্রথম ম‍্যাচেই সাউথ আফ্রিকার বিপক্ষে দুরন্ত সেন্চুরি করেছিলেন।প্রসঙ্গত, এদিন ম‍্যাচে প্রথমে বেশ কিছু উইকেট হারালেও পরের পরবর্তী সময়ে রোহিতের দুরন্ত ১২২ রানের ইনিংস ভারতের এদিন জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো।প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে শতরানের পর এটাই ছিলো বিশ্বকাপের দ্বিতীয় শতক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *