রোহিত শর্মা বেছে নিলেন বিশ্বর সেরা দুই বোলারকে! 1

ভারতের স্টার ওপেনার ও সহ-অধিনায়ক রোহিত শর্মা জাতীয় দলের তরুণ পেস জুটি ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে বিশ্বের সেরা ডেথ বোলার বলে বর্ণনা করলেন। সম্প্রতি এই দুই তরুণ পেস বোলার ধারাবাহিকভাবে ভারতকে সফলতা এনে দিচ্ছেন সীমায়িত ওভারের ক্রিকেটে। এই পর্বে বেশিরভাগ ম্য়াচই উপমহাদেশের উইকেটে খেলা হয়েছে।, যেখানে পিচ মোটেই পেস বোলারদের জন্য় আদর্শ নয়। তা সত্ত্বেও ডেথ ওভারে এই দুই বোলারের অনবদ্য় বোলিং বিপক্ষে দলের কাছে ত্রাস হয়ে উঠেছে। গত রবিবার কানপুরে ভুবি অনেক রান খরচ করলেও বুমরাহ স্নায়ু চাপকে মাথার ওপর উঠতে দেননি। ৩৩৭ রান করারও পরও নিউজিল্য়ান্ড ভালো জবাব দেওয়া সত্ত্বেও ৩৩১ রানে কিউয়িদের থামিয়ে দেন। শেষ তিন ওভারে ৩০ রান দরকার জয়ের জন্য় কিউয়িদের। কিন্তু, বুমরাহ’র দু’টি ভালো ওভার সব আশা শেষ করে দেয় নিউজিল্য়ান্ডের।
ম্য়াচের পর রোহিত বলেন, ”আমি মনে করি, আমাদের দলে দু’জন সেরা ডেথ বোলার রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দিকে একবার নজর দিন। ওরা যেভাবে বল করেছে ওই সিরিজে, ওদের প্রশংসা করতেই হবে। কারণ, অস্ট্রেলিয়ার ব্য়াটিং লাইন-আপ পাওয়ার হিটিংয়ের ওপর নির্ভর। ওরা (ভুবি ও বুমরাহ) আমাদের অনেকবার ম্য়াচে ফিরিয়ে এনেছে।”রোহিত শর্মা বেছে নিলেন বিশ্বর সেরা দুই বোলারকে! 2
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ভারত থেকে টি-২০ সিরিজ না খেলেই (কাঁধের চোটের কারণে) দেশে ফেরার আগে ভুবি ও বুমরাহ’র প্রশংসা করে যান।
নিউজিল্য়ান্জের বিরুদ্ধে কানপুরে শেষ চার ওভারে ৩৫ রান তোলা কোনও ব্য়াপারই ছিল না বলে মনে করেন রোহিত। আর তার কারণ পিচ ব্য়াটিংয়ের জন্য় খুব বেশি ভাল ছিল।
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচ সম্পর্কে ভারতীয় দলের সহ-অধিনায়ক বলেন, ”আমরা জানতাম কাজটা খুব সহজ হবে না। কারণ, প্রচুর পরিমাণে শিশির পড়ছিল মাঠে। কিন্তু, আমাদের বোলাররা দারুণ বল করে বারবার আমাদের ম্য়াচে ফিরিয়ে আনে। ওদেরকে যখন চাপে ফেলা হয়, ওরা জানে কিভাবে ফিরতে হয়।”রোহিত শর্মা বেছে নিলেন বিশ্বর সেরা দুই বোলারকে! 3
কানপুরে দলের জয়ে রোহিত নিজেও অবদান রাখেন ১৩৮ বলে ১৪৭ রান করে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ২৩০ রানের পার্টনারশিপ করেন। নিজের ব্য়াটিং সম্পর্কে হিটম্য়ান বলেন, ”আমি এই মাঠে (গ্রিন পার্ক স্টেডিয়ামে) বেশ কয়েকবার খেলেছি। ফলে উইকেটের চরিত্র বুঝতে আমার কোনও অসুবিধা হয় না। নিজে থেকে ভুল না করলে, এখানে আউট হবে না কেউ। আর আমার ব্য়াটিংয়ের ব্য়াপারে সবচেয়ে বড় কথা হলো পার্টনারশিপ। পার্টনারশিপ হলে বিপক্ষ দলের বোলাররা এলোমেলো হয়ে পড়ে।”

রোহিত শর্মা বেছে নিলেন বিশ্বর সেরা দুই বোলারকে! 4
রোহিত শর্মা

সিরিজের প্রথম দু’টি ম্য়াচে সফলতা পাননি রোহিত। অল্প রানে আউট হয়ে যান। কানপুরে কি বিশেষ কোনও পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন? তার উত্তরে মুম্বইয়ের তারকা ক্রিকেটারটি বলেন, ”আমার রোজকার অভ্য়াসকেই ফলো করে গিয়েছি। তার মধ্য়ে পিচের চরিত্র বোঝার ব্য়াপারটা যেমন পড়ে, তেমন কি ধরণের শট খেলবে, আগে থেকে ঠিক করে রাখাও রয়েছে।” এব্য়াপারে তাঁকে ভারতীয় দলের ব্য়াটিং কোচ সঞ্জয় বাঙ্গার সাহায্য় করেছেন বলে জানান রোহিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *