এই ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন বাহুবলীর নায়িকা অনুষ্কা! 1

 

ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক চিরকালই বেশ মধুর। প্রাক্তণ ভারতীয় অধিনায়ক টাইগার পতৌদি প্রেমে পড়েছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। চিরকালই ভারতীয় ক্রিকেট প্রেমে পড়েছে বলিউডের। সেই ধারা এখনও বর্তমান। সেই তালিকায় নতুন সংযোজন বাহুবলির নায়িকা অনুস্কা। বাহুবলী সিনেমায় নায়িকা দেবসেনার ভূমিকায় অভিনয় করা এই দক্ষিণী নায়িকা নাকি এক সময়ে এক তারকা ক্রিকেটারের ব্যক্তিত্বে ‘বোল্ড’ হয়ে গিয়েছিলেন।

এই ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন বাহুবলীর নায়িকা অনুষ্কা! 2

অনেকেই আনুষ্কার এই কথা শুনে ভুল করতে পারেন বিরাট কোহলির কথা ভাবলে। বাহুবলীর এই নায়িকা বোল্ড হয়েছিলেন বিরাট কোহলির ব্যক্তিতে নয়, এমনকী শচীন তেন্ডুলকর কিংবা অন্য কোনো হালফিলের তারকা নন। অনুস্কা বোল্ড হয়েছেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল রাহুল দ্রাবিড়ের ব্যক্তিত্বে। অনুষ্কা এই মুহুর্তে দক্ষিণের জনপ্রিয় নায়িকা। বাহুবলীর মত সিনেমায় তার উপস্থিতি তাকে এই মুহুর্তে দক্ষিণের ব্যস্ততম নায়িকার তকমা দিয়েছে।

এই ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন বাহুবলীর নায়িকা অনুষ্কা! 3

এই মুহুর্তে বাহুবলী ভারতীয় সিনেমায় এক মাইলস্টোন সৃষ্টি করেছে। এই সিনেমার সমস্ত চরিত্র থেকে তার ভিসুয়াল এফেক্ট সমস্তই মুগ্ধ করেছে দর্শকদের। বাহুবলী সিনেমার দুটি পার্টেরই নায়ক প্রভাসও ছুঁয়েছেন জনপ্রিয়তার শিখর। পিছিয়ে নেই দেবসেনার ভূমিকায় অভিনয় করা অনুষ্কাও।

এই ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন বাহুবলীর নায়িকা অনুষ্কা! 4

নায়িকার ভূমিকায় অভিনয় করা অনুষ্কার অভিনয় নজর কেড়েছে সবার। সোস্যাল সাইটে তার ভক্তের সংখ্যাও অগনিত। একটি তেলেগু ওয়েব সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্কা তার প্রিয় ক্রিকেটারের নাম জানিয়েছেন। এই বোল্ড অভিনেত্রী ওয়েবসাইটকে দেওয়া খুল্লমখুল্লাভাবে জানিয়েছেন, যে এক সময় তিনি রাহুল দ্রাবিড়ের প্রেমে মজেছিলেন। রাহুল দ্রাবিড় এই মুহুর্ত ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং ভারতীয় এ ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন।

এই ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন বাহুবলীর নায়িকা অনুষ্কা! 5

ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনুষ্কা খোলাখুলি বলেছেন, ‘‘রাহুল দ্রাবিড় আমার ফেভারিট ক্রিকেটার। এক সময়ে আমি দ্রাবিড়ের প্রেমেও পড়ে গিয়েছিলাম।’’ আনুষ্কা আরও জানিয়েছেন যে ছোটো বেলা থেকেই তিনি দ্রাবিড়ের খেলা দেখে বড়ো হয়েছেন। তখন থেকেই দ্রাবিড়ের খেলার পাশাপাশি তার ব্যক্তিত্বেও মুগ্ধ হয়ে ছিলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *