
Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS
নীল জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জেতার পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলি টি২০ ক্রিকেটের র্য ঙ্কিংয়েও নিজের এক নম্বর জায়গাটা ধরে রাখলেন। পাশাপাশি ভারতীয় দলের দুই ওপেনার শিখর ধবন এবং রোহিত শর্মাও গুরুত্বপূর্ণভাবে নিজেদের র্যা ঙ্কি বাড়িয়ে নিয়েছেন। ২-১ এ সিরিজ জেতার পাশাপাশি এই সিরিজে ৩ ম্যাচে ১০৪ রান করে ১৩ পয়েন্ট পেয়ে নিজের এক নম্বর জায়গাটা আরও জমাট করেন বিরাট। দ্বিতীয় স্থানে থাকা অ্যারেন ফিঞ্চের সঙ্গে তার ব্যবধান ৪০ পয়েন্টের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে শিখর ধবন এবং রোহিত শর্মা যথাক্রমে ৮৭ এবং ৯৩ রান করে ৩ ধাপ এগিয়ে ২১ এবং ২০ নম্বরে এগিয়ে এসেছেন। ভারতীয় বোলারাও নিজেদের গুরুত্বপূর্ণ পয়েন্ট বাড়িয়ে র্যােঙ্কিংয়ে নিজের এগিয়ে নিয়ে এসেছেন। ২ ধাপ এগিয়ে ভুবনেশ্বর এই মুহুর্তে রয়েছেন ২৬ নম্বরে এবং লেগ স্পিনার যযুবেন্দ্র চহেল ২২ ধাপ এগিয়ে এসে ৩০ নম্বরে জায়গা করে নিয়েছেন। বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ১৭ পয়েন্ট পেয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন। আইসিসির সাম্প্রতিক প্রকাশিত রেটিংয়ে ৩ পয়েন্টস পেয়ে নিজের ৫ নম্বর জায়গাটা ধরে রেখেছে ভারত। পয়েন্ট ডেসিমেল পয়েন্টে পিছিয়ে থেকে ইংল্যান্ডকে পেছনে ফেলে এগোতে ব্যর্থ হয় ভারত। ভারতের সঙ্গে সিরিজ হারায় ৫ পয়েন্ট হারিয়ে নিজের এক নম্বর জায়গাটা হারিয়েছে কিউইয়িরা। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। ভারতের সঙ্গে সিরিজ হেরে ১২০ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে ১২৪ পয়েন্ট নিয়ে টি২০তে এক নম্বরে উঠে এসেছে পাকিস্থান।