বিচ্ছেদই হচ্ছে শোয়েব মালিক-সানিয়া মির্জার, জল্পনায় সিলমোহর দিলেন ক্রিকেট তারকা !!

ভারত এবং পাকিস্তান। দুই দেশের দুই কিংবদন্তি খেলোয়াড় তাঁরা। সানিয়া মির্জা (Sania Mirza) ভারতের একমাত্র গ্র‍্যান্ডস্ল্যাম জয়ী মহিলা টেনিস খেলোয়াড়,শোয়েব মালিক (Shoaib Malik) টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফিজয়ী পাক অল-রাউন্ডার। সীমানা’র কাঁটাতার বাধা হয়ে দাঁড়ায় নি তাঁদের প্রেমের মাঝে। হোবার্টে দু’জনের প্রথম দেখা।সময়ের সাথে প্রণয় গড়ায় পরিণয়ে। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই দেশের দুই […]