ভারত এবং পাকিস্তান। দুই দেশের দুই কিংবদন্তি খেলোয়াড় তাঁরা। সানিয়া মির্জা (Sania Mirza) ভারতের একমাত্র গ্র্যান্ডস্ল্যাম জয়ী মহিলা টেনিস খেলোয়াড়,শোয়েব মালিক (Shoaib Malik) টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফিজয়ী পাক অল-রাউন্ডার। সীমানা’র কাঁটাতার বাধা হয়ে দাঁড়ায় নি তাঁদের প্রেমের মাঝে। হোবার্টে দু’জনের প্রথম দেখা।সময়ের সাথে প্রণয় গড়ায় পরিণয়ে। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই দেশের দুই […]