IPL 2023: ঋদ্ধির ব্যাটিং দেখে মোহিত বিরাট’ও, জোরালো হচ্ছে WTC ফাইনালে দলে ফেরানোর দাবী !!

IPL 2023: আইপিএলের ইতিহাসে এক নয়া অধ্যায় রচিত হলো আজ আহমেদাবাদের মাঠে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ম্যাচে টসের সময় দুই দলের সাজঘর থেকে বেরোতে দেখা গেলো দুই ভাইকে। ছোটো ভাই হার্দিক গত বছর থেকেই গুজরাত টাইটান্স দলের অধিনায়ক। ২০২২ সালে দলকে ট্রফিও দিয়েছেন। লক্ষ্ণৌ অধিনায়ক হিসেবে সবে দ্বিতীয় ম্যাচ দাদা ক্রুণালের। […]