আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে আয়োজিত হবে আসন্ন আইপিএল ২০২১ এর নিলাম। আর সেই নিলাম নিয়ে উৎসাহী ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই সমস্ত দল নিজেদের রিলিজড ও রিটেইন্ড খেলোয়াড়দের তালিকা পেশ করেছে, আর আসন্ন নিলামে নিজেদের দলকে শক্তিশালী করতে বড় খেলোয়াড়দের টার্গেট করবে। সেদিক থেকে, মুম্বই ইন্ডিয়ান্স অত্যন্ত শক্তিশালী একটি স্কোয়াড এবং তেমন বিশেষ নতুন খেলোয়াড় তাদের প্রয়োজন […]