অবশেষে যাবতীয় অপেক্ষার অবসান ঘটলো। আইপিএলের (IPL) সাথে পাল্লা দিতে নতুন টি-২০ লীগের সূচনা করছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। বোর্ড সোমবার নিশ্চিত করেছে যে উদ্বোধনী UAE T20 লিগ ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত খেলা হবে। নতুন লিগটির নাম হবে “ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি” বা “আইএলটি২০”। এমিরেটস ক্রিকেট বোর্ডের সভাপতি বলেছেন, “আমিরশাহী ক্রিকেট বোর্ড রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, […]