হয়ত কারোর দুঃস্বপ্নেও আসেনি, যে ভারতের মত এমন তারকাখচিত দল মাত্র ৩৬ রানে অল আউট হয়ে যাবে। অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জস হেজলউড যেভাবে ছেলেখেলা করেছে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের সাথে, তাতে হতবাক খোদ অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা। এমন কি, ভারতের এমন দুরবস্থা হবে, তা ভাবেননি খোদ অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনও। ম্যাচের […]