মহিলাদের টি-২০ চ্যালেঞ্জের (Womens T20 Challenge) অত্যন্ত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে সুপারনোভাস দল ভেলোসিটিকে ৪ রানে পরাজিত করলো। ফাইনাল ম্যাচে ভেলোসিটির অধিনায়ক দীপ্তি শর্মা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথমে ব্যাট করে বিশাল স্কোর গড়ে সুপারনোভাসের দল। সুপারনোভার হয়ে ইনিংস শুরু করেন প্রিয়া পুনিয়া ও দিয়ান্দ্রা ডটিন। প্রিয়া ২৮ […]