INDW vs AUSW: “জেতা ম্যাচ হারতে হলো…”  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর ভারতীয় দল’কে ‘চোকার্স’ তকমা দিচ্ছেন নেটিজেনরা !!

INDW vs AUSW: ২০১৭ একদিনের বিশ্বকাপ ফাইনাল, ২০২০ টি-২০ বিশ্বকাপের ফাইনালের পর ২০২৩-এর টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল, তীরে এসে আরও একবার তরী ডুবলো ভারতীয় মহিলা দলের। দক্ষিণ আফ্রিকার কেপটাউনেও অস্ট্রেলিয়ার বাধা অতিক্রম করতে পারলেন না স্মৃতি মন্ধানা, শেফালী ভার্মারা। গত বছর কমনওয়েলথ গেমসের ফাইনালে অজিদের বিপক্ষেই হারতে হয়েছিলো ‘উইমেন ইন ব্লু’কে। আজ জিতে সেই ক্ষতে প্রলেপ […]