রঞ্জি ট্রফি ফাইনালে নামার আগে দুশ্চিন্তা বাড়লো বাংলার, সেরা অস্ত্র’কে ফিরে পেয়ে চনমনে সৌরাষ্ট্র !!

১৯৮৯-১৯৯০ মরসুমে শেষবার রঞ্জি ট্রফিতে সেরার শিরোপা জিতেছিলো বাংলা দল। সেই বছরই ক্রিকেটের মানচিত্রে উদয় হয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায় নামে এক মহাতারকার। এরপর কেটে গিয়েছে প্রায় ৩৩ টা বছর। একবারও ঘরোয়া ক্রিকেটে সেরার মুকুট ফেরে নি হুগলী নদীর তীরে। বেশ কয়েকবার ফাইনালে এসে আটকেছে লক্ষ্মীরতণ শুক্ল, দীপ দাশুগুপ্তদের বিজয়রথ। স্বপ্ন দেখা থেকে অবশ্য সরে আসেন নি […]