IPL 2022: MS ধোনি পেলেন দীপক চাহারের থেকেও মারাত্মক বোলার, এক নিমেষে ঘুরিয়ে দেন ম্যাচ !!

চারবারের আইপিএল চ্যাম্পিয়ন (IPL 2022) চেন্নাই সুপার কিংসের জন্য আইপিএল 2022-এ এখনও পর্যন্ত আহামরি কিছুই ঘটেনি। খারাপ পারফরম্যান্সের জেরে দলের অধিনায়ক বদলাতে হয়েছে মরশুমের মাঝাপথেই। আবারও দলের অধিনায়ক হয়েছেন এমএস ধোনি। এবারের আইপিএল শুরুর আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চেন্নাই দলের তারকা ফাস্ট বোলার দীপক চাহার। এমন পরিস্থিতিতে দল বেশ কিছু সমস্যার সম্মুখীন হলেও এমএস […]