Asia Cup 2023: “সমস্ত অহংকার ধুয়ে দিলো…” নেপাল ব্যাটারদের সামনে অসহায় মহম্মদ সিরাজ, মস্করায় মাতলো নেটজনতা !!

Asia Cup 2023: আজ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে ভারতীয় দল। গত শনিবার পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টির কারণে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোনো ফয়সালা হয় নি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শাহীন শাহ আফ্রিদি, বাবর আজমদের হারাতে না পারায় খানিক ধাক্কা নিশ্চয়ই লেগেছে ভারতের এশিয়া কাপ স্বপ্নে। সুপার ফোর পর্বে জায়গা […]