আন্দ্রে রাসেলের পর আরও একজন ক্রিকেটার আইসিসির ডোপ পরীক্ষায় ফাঁসল। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের পর, আফগানিস্থানের উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ শাহজাদ পড়তে চলেছেন আইসিসির শাস্তির মুখে। যে কারণে ক্রিকেট থেকে ১ বছরের জন্য নির্বাসিত হলেন রাসেল বৃহস্পতিবার আইসিসি সরকারিভাবে জানায় যে, শাহজাদের দেওয়া নমুনা ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ১৭ই জানুযারি তাঁর নমুনাগুলিকে সল্টলেকের ওয়াডার পরীক্ষাগারে পাঠানো […]