INDW vs AUSW: থামছে না হরমনপ্রীতের রান-আউট বিতর্ক, সুনীল গাওস্করের মন্তব্য ঘিরে এবার তৈরি হলো চাঞ্চল্য !!

INDW vs AUSW: একটা রান-আউট যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা দেখা গেলো ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই আরও একবার ছিটকে গেলো ‘উইমেন ইন ব্লু।’ নেপথ্যে কেবলমাত্র একটি রান আউট। টসে জিতে প্রথমে ব্যাট করে ১৭২ রান তুলেছিলো অস্ট্রেলিয়া। বেথ মুনি, মেগ ল্যানিং, অ্যাশলি গার্ডনারদের দুর্দান্ত ব্যাটিং-এর পাশাপাশি অজিদের বড় রান […]