গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স যতটুকু সাফল্য পেয়েছিল, তার সিংহভাগ কৃতিত্ব যায় আন্দ্রে রাসেলের উপর। কার্যত একা হাতে তিনি কলকাতাকে একাধিক ম্যাচ জিতিয়েছেন। ব্যাট হাতে খেলেছিলেন বিধ্বংসী ইনিংস, বল হাতে তুলে নিয়েছিলেন প্রয়োজনীয় উইকেট। নাইট সমর্থকদের আশা ও ভরসার স্থান নিয়ে নিয়েছিল রাসেল। কিন্তু এই মরশুমে ব্যাট হাতে সেরকম সাবলীল ভূমিকা নিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের […]