ভারতের ক্রিকেট কিংবদন্তী শচীন তেন্ডুলকার’কে চেনেন না এহেন ভারতীয় মনে হয় খুঁজলেও পাওয়া যাবে না। অবসর নেওয়ার এত বছর পরেও অটুট রয়েছে ‘মাস্টার ব্লাস্টার’-এর জনপ্রিয়তা। আজও তিনি সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা বক্তব্য শেয়ার করলে তা সমাদর পায় লাখ লাখ ভক্তের থেকে। সমাজমাধ্যমে বাবা শচীনের মতই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন শচীন কন্যা সারা’ও (Sara Tendulkar)। […]