IND vs ZIM: টস জিতলো ভারত, জয় দিয়ে সিরিজ শুরু করতে দলে এই মারকারাটি ব্যাটসম্যানকে সুযোগ করে দিল টিম ইন্ডিয়া !!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের (India vs Zimbabwe) জন্য জিম্বাবোয়ে (Zimbabwe) সফরে গিয়েছে ভারত (India)। ১৮ ই আগস্ট, অর্থাৎ বৃহস্পতিবার শুরু হবে এই সিরিজ। এই লড়াইয়ের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে। কেএল রাহুল (KL Rahul) ভারতীয় দলের নেতৃত্ব দেবেন এবং জিম্বাবোয়ে দলের নেতৃত্বে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটার রেগিস চাকাবভা। ভারত বর্তমানে আইসিসি পুরুষদের ওডিআই র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে […]