IND vs ZIM: রোহিত শর্মা’র ব্যর্থতা অব্যাহত, আজও রান নেই ভারত অধিনায়কের ব্যাটে, চিন্তা বাড়ছে ভারতের !!

IND vs ZIM: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয় একেবারে গ্রুপ-২ এর চিত্রনাট্য বদলে দিয়েছে। ছিটকে দিয়েছে প্রোটিয়াদের। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই শেষ চারে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। লক্ষ্য এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যেই মেলবোর্নের এম সি জি’তে আজ ক্রেগ এরভিন, রায়ান বার্ল’দের বিপক্ষে নেমেছে ‘টিম ইন্ডিয়া।’ আজকে জিতলে গ্রুপ-২ এর শীর্ষস্থানে থাকবে ভারত। […]