T 20 বিশ্বকাপে এই খেলোয়াড়কে ভারতের ওপেনার হিসাবে দেখতে চান প্ৰাক্তন পাক ব্যাটসম্যান

কে এল রাহুল বর্তমান ভারতীয় ক্রীকেটের তরুণ প্রজন্ম এবং উদীয়মান প্রতিষ্ঠিত তারকা। এই প্রতিষ্ঠিত তারকা ব্যাট হাতে যেমন সাবলীল ঠিক তেমনি সমানভাবে উইকেটকিপার এর দায়িত্ব পালন করে থাকেন , কে এল রাহুল এমন একজন ব্যাটসম্যান যাকে ভারতীয় দল একজন ওপেনার হিসাবে যেমন ইনিংস সাজাতে দেখেছে ঠিক তেমনি ৬নম্বর জায়গাতে ব্যাট করে নেমে ম্যাচ জেতাতেও দেখেছে […]