২০১৬ রিও প্যারা-অলিম্পিকের হাইজাম্প থেকে সোনার পদক জয় করছেন ভারতের মারিয়াপ্পান থাঙ্গাভেলু।এবার তাঁর জীবনী ফুটে উঠবে রুপোলি পর্দায়।জানা গিয়েছে, ২১ বছরের এই ভারতীয় অ্যাথলিটের জীবনী নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। আর সেই বায়োপিকের পোস্টার নিজের টুইটারে প্রকাশ করলেন বলিউড বাদশা শাহরুখ খান।প্রসঙ্গত, ২০১৬ সালের প্যারা-অলিম্পিকের আসর বসেছিল ব্রাজিলের রিও ডে জেনেইরোতে। এই সিনেমাটির নাম রাখা […]